12278

ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে এখনও ফাঁকা দেড়শ আসন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে এখনও ফাঁকা দেড়শ আসন

2019-01-16 00:40:42

ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে এখনো ফাঁকা রয়েছে দেড়শ আসন। এসব আসনে অপেক্ষমান তালিকা থেকে ৩য় বারের মত শিক্ষার্থীদের ডাকা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সবচেয়ে বেশি আসন ফাঁকা রয়েছে ইংরেজী (২৩ আসন) ও উর্দু বিভাগে (৩০)। 

এসব বিভাগে আসন ফাঁকা

শুন্য আসনের জন্য মেধাক্রম ১ থেকে ২৯০০ এর মধ্যে যাদের এসব বিভাগে ভর্তি যোগ্যতা রয়েছে তাদের কলা অনুষদের ডিন অফিসে ১৭ জানুয়ারি বৃহস্পতিবার ভাইভায় আসতে বলা হয়েছে। তবে আগে যারা বিভাগ পেয়েছেন তাদের জন্য কোন সুযোগ নেই। 

এর আগে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৪ শতাংশ পাশ করেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

২৫ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই হাজার ৩৭৮ আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছিলেন ৩৩ হাজার ৮৯৭ শিক্ষার্থী। তাদের মধ্যে পাশ করেছে চার হাজার ৭৪৭ জন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]