12673

শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ বাধ্যতামূলক, এটি গুজব : শিক্ষা উপমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ বাধ্যতামূলক, এটি গুজব : শিক্ষা উপমন্ত্রী

2019-02-06 21:08:25

শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনির উদ্বৃতি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ এবং আইডি থেকে ‘আগামী মাস থেকে দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম শিক্ষার্থীদের জন্য নামাজ বাধ্যতামূলক করা হবে’-যে তথ্য প্রচার করা হচ্ছে তা ‘গুজব’ বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি জানিয়েছেন, এ ধরণের বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোন আদেশ জারি হয়নি। মঙ্গলবার রাতে নওফেল তার নিজস্ব ফেসবুক একাউন্টে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন। তার এই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-

,

‘মাননীয় শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি বা আমি ধর্মীয় কোনো বাধ্যবাধকতা বা ধুমপান এই সমস্ত বিষয় নিয়ে কোনো আদেশ জারি করি নাই। প্রয়োজনবোধে আমরা এখতিয়ারাধীন যেকোনো বিষয়ে শিক্ষা মন্ত্রনালয় দ্বারা লিখিত আদেশ জারী করবো। উড়ো খবর দিয়ে ফেইক আইডি থেকে ছড়ানো তথ্য, ভালো হোক বা মন্দ হোক, সবসময়ই গুজব। গুজব থেকে সাবধান থাকুন।’

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]