14233

ঢাবি ছাত্রের মৃত্যু: মাত্র ২২ ঘন্টায় স্কয়ার বিল করেছে ১ লাক্ষ ৮৮ হাজার টাকা

ঢাবি ছাত্রের মৃত্যু: মাত্র ২২ ঘন্টায় স্কয়ার বিল করেছে ১ লাক্ষ ৮৮ হাজার টাকা

2019-07-27 13:10:45

ঢাবি ছাত্র ফিরোজকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় ২৫তারিখ রাত ১১.২২ টায়। ফিরোজ মারা গেছে ২৬তারিখ রাত ৯.১০ মিনিটে (ডাক্তারের ভাষ্যমতে)।

২২ ঘন্টার ও কম সময়ে হাসপাতালে বিল হয়েছছ ১লক্ষ ৮৬ হাজার টাকা। রক্তের ক্রসম্যাচ দেখানো হয়েছে সেটা হয় ই নি ।ঔষধ বাবদ দেখানো হয়েছে ৩২ হাজার টাকা অথচ ডাক্তার বললো স্যালাইনের কথা ও ঢাকা মেডিকেলের নরমাল কিছু ঔষধের কথা যেটা সর্বোচ্চ ৫০০ টাকা হতে পারে।

পরীক্ষা না করিয়েই টাকা, বেড ভাড়া দুইদিনের যেখানে হোটেলের মতো চেক আউট সিস্টেম এ্যাপ্লাই করা হয়েছে।
স্কয়ার হাসপাতাল চিকিৎসার নামে বানিজ্য করছে। নিচের ছবিগুলো দেখেন। খালি চোখেও এদের জোচ্চুরি টা ধরতে পারবেন।

আমি মেয়র সাঈদ খোকন এবং স্কয়ার হাসপাতালের বিরূদ্ধে মামলা করতে চাই।

লেখকঃ বাণী ইয়াসমিন হাসি, সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা  

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]