14509

কর্মের আদর্শে বুঝাতে হবে আমরা মুজিব আদর্শের সৈনিক: রাব্বানী

কর্মের আদর্শে বুঝাতে হবে আমরা মুজিব আদর্শের সৈনিক: রাব্বানী

2019-08-29 10:12:41

রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বুধবার (২৮ আগষ্ট) সকাল ১০টা হতে শুরু হয়ে বেলা চারটায় শেষ হয় প্রদর্শনী। যেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রায় ২০০ চিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র জিএস গোলাম রাব্বানী বলেন, ধমক ও পেশি শক্তি দেখিয়ে সাধারণ শিক্ষার্থীদের নাজেহাল করবেন না।যদি কারও বিরুদ্ধে ক্ষমতা দেখিয়ে সাধারণ শিক্ষার্থীদের হেনস্থ করার অভিযোগ পাওয়া যায় তাহলে তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হবে। ভালোবাসা ও ভালো ব্যবহার দিয়ে মানুষের মন জয় করতে হবে। কর্মের আদর্শে বুঝাতে হবে আমরা মুজিব আদর্শের সৈনিক। যে ক্ষমতা দেখিয়ে রাজনীতি করে সে কখনো মুজিব আদর্শের সৈনিক হতে পারে না।

তিনি বলেন, আমার একটি স্বপ্ন ছিলো বাংলাদেশ ছাত্রলীগ এমন সংগঠন হবে যেটা নিয়ে আমি গর্ব করবো, আমার বাবা মা গর্ব করবে। অভিভাবকরা যখন দেখবেন ক্যাম্পাসে একটি ফুলের বাগান যেটার বিনির্মাণে থাকবে ছাত্রলীগ তখন বাবা মায়ের সামনে গর্ববোধ করে বলতে পারবো আমি গর্বিত ছাত্রলীগ কর্মী। যেটা আমরা এখন অনুভব করি। আমাদের আশা ফুলে ও সবুজে ভরে যাবে প্রত্যেক ক্যাম্পাস।

পরে সবাইকে নিয়ে তিতুমীর কলেজ ছাত্রলীগের উদ্যোগে তৈরি ‘শেখ রাসেল পুষ্পকানন’ উদ্বোধন করেন গোলাম রাব্বানী। এছাড়াও সেখানে কিছু বৃক্ষরোপনও করেন তিনি।

অনুষ্ঠানে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল মোড়লের পরিচালনা ও সভাপতি মো. রিপন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফ হোসেন, উপাধ্যক্ষ ড. মোসা. আবেদা সুলতানা, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আমাজাদ হোসেন, সাধারণ সম্পাদক মানিক হোসেনসহ কলেজ ছাত্রলীগের সাবেক নেতারা।

এছাড়াও উপস্থিত ছিলেন ডাকসুর সদস্য তিলোত্তমা শিকদার, বাংলাদেশ হাত্রলীগের উপ-দফতর সম্পাদক মাহমুদ আব্দুল্লাহ বিন মুন্সি, বনানী থানা ছাত্রলীগের সভাপতি মিরাজুল মাহফুজ প্রমুখ।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]