14789

নিরপেক্ষভাবে দিলে আমি নোবেল পেতাম: ট্রাম্প

নিরপেক্ষভাবে দিলে আমি নোবেল পেতাম: ট্রাম্প

2019-09-24 22:59:32

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, নোবেল পুরস্কার নিরপেক্ষভাবে দেয়া হয় না। যদি দেয়া হত তাহলে তার অনেক কারণেই নোবেল পুরস্কার জেতা উচিত। নিউ ইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব মন্তব্য করেন। খবর টাইমের।

নোবেল পুরস্কার জেতার যোগ্য ব্যক্তি কিনা এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি অনেক কারণেই আমি নোবেল পুরস্কার পাবো, যদি তারা নিরপেক্ষভাবে দেয়। কিন্তু তারা সেটি করে না। ’

এছাড়া সেসময় তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে কেন নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গেই নোবেল দেয়া হয় তার সমালোচনা করেন। ট্রাম্প বলেন, তারা ওবামাকে নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গেই এ পুরস্কার দিয়েছিল। কেন তাকে এটা দেওয়া হলো সে সম্পর্কে ওবামা-র কোনও ধারণাই ছিল না।

মার্কিন এই প্রেসিডেন্ট এদিন ফের কাশ্মীর ইস্যু নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দেন। তিনি বলেন, পাকিস্তান ও ভারত চাইলে তিনি কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে চান।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]