14860

৬০ বছর পর খোঁজ মিলল নিখোঁজ বইয়ের!

৬০ বছর পর খোঁজ মিলল নিখোঁজ বইয়ের!

2019-10-01 21:16:59

ঘটনাটি যুক্তরাজ্যের। বইয়ের নাম ‘কালচার অ্যান্ড সোসাইট অব আফ্রিকা’। ওই দেশের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এক ছাত্র বইটি পড়ার জন্য নিয়েছিলেন ৬০ বছর আগে। এরপর থেকে বইটি আর পাওয়া যাচ্ছিল না।

গত বুধবার গনভিল অ্যান্ড কেইউস কলেজের একজন সাবেক ছাত্র বইটি কর্তৃপক্ষকে ফেরত দিয়েছেন। পরে সেটি নিয়ে যাওয়া হয় মূল বিশ্ববিদ্যালয় অর্থাৎ ক্যামব্রিজের লাইব্রেরিতে।

এক টুইট বার্তায় লাইব্রেরি কর্তৃপক্ষ লিখেছে, ‘বেটার লেট দ্যান নেভার।’ এত দিন ধরে লাইব্রেরির বই নিজের কাছে রাখার জরিমানা দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৭০০ পাউন্ড।

তবে টুইটারে এক বার্তায় লাইব্রেরি কর্তৃপক্ষ জরিমানা মওকুফের কথাও উল্লেখ করেছে। ক্যামব্রিজ লাইব্রেরি কর্তৃপক্ষ বলছে, হয় এটা একটি অসাধারণ বই অথবা তিনি খুবই ধীরগতির একজন পাঠক।

তবে লাইব্রেরির একজন মুখপাত্র বলছেন, এটি ঠিক পরিষ্কার নয় যে ওই শিক্ষার্থী এই দীর্ঘ সময় ধরে বইটি ভুলবশত নাকি ইচ্ছাকৃত নিজের কাছে রেখে দিয়েছিলেন।

সূত্র: বিবিসি

এইচএম/ ০১ অক্টোবর ২০১৯

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]