14928

প্রধানমন্ত্রী 'ভ্যাকসিন হিরো’ সম্মাননা পাওয়ায় কক্সবাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী 'ভ্যাকসিন হিরো’ সম্মাননা পাওয়ায় কক্সবাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল

2019-10-05 06:31:35

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বাংলাদেশে টিকাদান কর্মসূচির সাফল্যের জন্য ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননায় ভূষিত হওয়ায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার নেতাকর্মীরা।

শুক্রবার (৪ অক্টোবর) কক্সবাজার জেলা ছাত্রলীগের উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মারুফ আদনানের নেতৃত্বে শহরের বিমানবন্দর সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রক্ষিণ শেষে কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

কক্সবাজার জেলা ছাত্রলীগের উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মারুফ আদনানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক ইরফানুল হক হিমু।

.

সমাবেশে বক্তারা বলেন, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাক্সিনস অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই) কর্তৃক দেয়া এ পুরষ্কার জাতির জন্য গর্ভের। পিতা আমাদের জন্য একটি স্বাধীন বাংলাদেশ দিয়েছেন আর কন্যা শেখ হাসিনা আধুনিক স্বনির্ভর বাংলাদেশ উপহার দিয়েছেন।

বক্তারা আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহা সড়কে উঠে এসেছে তখনই বিএনপি জামায়াত চক্র দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়ায়। তাই ছাত্রলীগের অভিভাবক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখনই আন্দোলন সংগ্রামের ডাক দিবেন তখনই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসতে হবে।

বক্তারা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দোশ্যে আরো বলেন, শিক্ষাঙ্গানে যেন কেউ অশান্তি সৃষ্টি করতে না পারে সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রুবাইছুর রহমান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হােসনে, উপ-আইন বিষয়ক সম্পাদক আবুল কাশেম আবু, জেলা ছাত্রলীগের সদস্য মো: উল্লাহ, আব্দুল্লাহ, শহর ছাত্রলীগের উপ-আইন সম্পাদক ওয়াসিম সিকদার, বিজিসি ট্রাসের সাবেক সভাপতি ওয়ালিদ হাসান, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুল হক, মাতামহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসফি চৌধুরী, কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা নাহিদ, ছাত্র নেতা মো: ফয়সাল, জিয়া উদ্দিন, মামুন, মারুফ, আরিফ, সাকিল, সম্রাট, সোহান, সাকিল আজম, রিদওয়ান, সাদ্দাম, মানিক, রাশেল, সাগর, মনির, তানজিল, শোয়েব, শাহেদুল হক সাহেদ, মোবারক, বাবু, মেহেদী হাসান, হাসানুল হক, শাকিল, মেহেদী রাজ, নেচার, ইরফান, জসিম, মাসুম, তারেক, আব্বাস, রুস্তম, শাহেন শাহ, হেলাল, জিকু, সৈকত প্রমুখ।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]