15030

আবরারকে হত্যা করা হয়েছে : বুয়েট ভিসি

আবরারকে হত্যা করা হয়েছে : বুয়েট ভিসি

2019-10-09 19:47:28

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুকে অবশেষে হত্যা বলে স্বীকার করলেন বুয়েটের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

মঙ্গলবার (০৯ অক্টোবর) রাত পৌনে ১১টায় তার কার্যালয় থেকে বের হওয়ার পর তিনি সাংবাদিকদের জবাবে এ কথা স্বীকার করেন। তিনি বলেন, আবরারকে হত্যা করা হয়েছে। এজন্যই প্রশাসন ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসছে।

তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের সকল দাবি সকালেই মেনে নিয়েছি। এখন এগুলো বাস্তবায়নের কাজ চলছে। শিক্ষার্থীদের উচিত আন্দোলন থেকে সরে আসা। তিনি ছুটি শেষ হওয়ার সাথে সাথেই শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান।

এসময় তিনি আরো বলেন, জড়িতদের বিচার নিশ্চিত করতে নেপথ্যে কাজ করছে বুয়েট প্রশাসন।

মামলার নিয়মিত তদন্ত নিয়ে বেশ আশাবাদী ভিসি। তিনি জানান, জড়িতদের বিষয়ে একাডেমিক সিদ্ধান্ত নিতে কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি।

উল্লেখ্য, ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়ার জেরে আবরার ফাহাদকে রোববার রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

টিআই/ ০৯ অক্টোবর ২০১৯

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]