15228

ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে বাসের সংখ্যা বৃদ্ধি

ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে বাসের সংখ্যা বৃদ্ধি

2019-10-21 02:52:26

ডাকসুর ছাত্র পরিবহণ সম্পাদক শামস-ঈ-নোমানের হস্তক্ষেপে লেদার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাসের সংখ্যা একটি থেকে বাড়িয়ে দু'টি করা হলো৷ আগামী দু-একদিনের মধ্যে নতুন আরও একটি বাস পাচ্ছে লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস থেকে লেদার ইনস্টিটিউট একটু দূরে হওয়ায় শিক্ষার্থীরা ভাঙ্গা বাসে করে ক্যাম্পাসে আসতেন । ফলে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।

শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তাদেরকে সাথে নিয়ে সমস্যার সমাধান করে দেয় ডাকসু। এতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

আজ রবিবার দুপুরে ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অফিস ও পরিবহন অফিসে গিয়ে ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির শিক্ষার্থীদের জন্য নতুন বাস সংযোজন ও ট্রিপ সংখ্যা বৃদ্ধির জন্য জোর দাবী জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন ডাকসুর সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য , মাহমুদুল হাসান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্র সংসদের সদস্য বজলুর রহমানএবং ইন্সটিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির শিক্ষার্থীরা।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]