15314

রাতেও অনশনে ছাত্রদলের বিবাহিত নেতারা

রাতেও অনশনে ছাত্রদলের বিবাহিত নেতারা

2019-11-03 15:15:08

দুই দিন বিরতির পর শনিবার (২ নভেম্বর) সন্ধ্যা থেকে আবারও অনশনে বসেছেন ছাত্রদলের বিবাহিত নেতারা। সংগঠনটির কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে মূল্যায়নের দাবিতে তারা এই অনশন করছেন।

গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিন বেলা সাড়ে এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত অনশন করেন তারা। শুক্রবার বিকেলে বিএনপি'র ভাইস চেয়ারম্যান ক্যান্সার আক্রান্ত সাদেক হোসেন খোকার জন্য দলের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খোকার প্রতি সম্মান জানিয়ে ছাত্রদলের বিবাহিত নেতারা তাদের অনশন কর্মসূচি স্থগিত করেন।

ছাত্রদলের গত কমিটির কেন্দ্রীয় স্কুলবিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান জাগো নিউজকে বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আশা করছি দলের হাইকমান্ড আমাদের ন্যায্য দাবি বিবেচনা করবেন।

গত দুই দিনের অনশনে ছাত্রদলের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মীরা অংশ নিলেও আজ রাতে সেখানে ১০ জন অবস্থান করছেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে অনশন করে শুয়ে আছেন তারা।

রাতের এই অনশনে শিহাবুর রহমান শিহাব (সাবেক অর্থ বিষয়ক সহ-সম্পাদক), মমিনুর রহমান মালিথা (সাবেক সদস্য), এইচ এম রাশেদ (সিনিয়র সহ-সভাপতি, ঢাকা কলেজ), এস এম আল আমিন ( সহ-সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়), রেজাউল করিম (সহ-সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়), সাইফুজ্জামান সাইফুল (যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়), সাফিউল আলম (ঢাকা বিশ্ববিদ্যালয়), মুজাহিদুর রহমান (সিনিয়র যুগ্ম আহবায়ক, এস এম হল, ঢাকা বিশ্ববিদ্যালয়),
এস এ মাসুদ (ঢাকা মহানগর দক্ষিণ) প্রমুখ রয়েছেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]