16258

রামুতে শিক্ষার্থীদের ট্যুর বাস খাদে- আহত ৩০, নিহত ১

রামুতে শিক্ষার্থীদের ট্যুর বাস খাদে- আহত ৩০, নিহত ১

2020-01-18 20:31:18

ঢাকা থেকে কক্সবাজারগামী শিক্ষার্থী পরিবহনকারী একটি বাস উল্টে খাদে পড়ে ড্রাইভার নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩০ জন। যাদের সকলেই ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এই বাসে ছিলেন।

শনিবার ভোর সাড়ে ৬ টায় কক্সবাজারের রামু উপজেলার চাবাগান লম্বা ব্রীজ এলাকায়  এই দুর্ঘটনা ঘটে।

আহতদেরকে কক্সবাজার ও চট্টগ্রামের মেডিকেলে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বাসে থাকা নাজমুল হাসান নামে এক ঢাবি শিক্ষার্থী ক্যাম্পাস টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা ঢাকা থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। পথে বাস উল্টে খাদে পড়ে যায়। এতে চালক নিহত হয়েছে।

তিনি জানান, ঢাকাস্থ পটুয়াখালী জেলা শিক্ষার্থীদের সংগঠনের মাধ্যমে সেন্টমার্টিন যাওয়ার পথে দুর্ঘটনার শিকার ৫৫ সিটের এই বাসটিতে ৫৯জন শিক্ষার্থী ছিলেন।

বনভোজনে আসা কামাল নামে একজন বলেন, অটোকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। পাঁচজন বাদে বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য বনভোজনটি বাতিল করা হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খাইয়ের বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বনভোজনের একটি বাস খাদে পড়ে ৩০ জনের মতো আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আল্লাহ বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচিয়েছেন। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]