16931

করোনাভাইরাস লাইভ আপডেট

করোনাভাইরাস লাইভ আপডেট

2020-03-23 01:33:19

8.24 pm

দেশের সুপারমার্কেটগুলোসহ সকল দোকান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। রোববার (২২ মার্চ) দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দোকানগুলো বন্ধ থাকবে। তবে, কাঁচাবাজার, ওষুধের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে।

০৮:১২ পিএম
করোনা ভাইরাসের কারণে ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত সুপার মার্কেটসহ সারাদেশের সব কাপড়ের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। এ সময় ওষুধের দোকান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে।
০৮:১১ পিএম
গ্যাস ও বিদ্যুতের মাসিক বিল দিতে ব্যাংকে না যাওয়ার জন্য গ্রাহকদের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। গত ফেব্রুয়ারি থেকে আগামী মে মাসের গ্যাসের বিল জুনে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
০৭:৫৪ পিএম
করোনায় আক্রান্ত প্রত্যেক পরিবারকে ৩ হাজার ডলার সহায়তা দেয়ার ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
০৭:৫১ পিএম
সিঙ্গাপুরে নতুন করে আরও ২৩ জন করোনায় সংক্রমিত, মোট ৪৫৫: রয়টার্স

২২ মার্চ ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে পশ্চিমবঙ্গের পর এবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে লকডাউন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার সকাল ৬টা থেকে ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত দিল্লিতে লকডাউন বলবৎ থাকবে বলে জানিয়েছেন তিনি।

# বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো রোগী শনাক্ত হয়েছে !২৭ জন

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]