16943

২ মাসের বাড়িভাড়া মওকুফের আহবান ডাকসুর জিএস রাব্বানীর

২ মাসের বাড়িভাড়া মওকুফের আহবান ডাকসুর জিএস রাব্বানীর

2020-03-23 22:43:25

করোনার ভাইরাসের আতঙ্কের সময় খেটে খাওয়া মানুষের জন্য অন্তত দুই মাসের বাড়িভাড়া মওকুপ এবং লোনের কিস্তি করার জন্য আহবান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস গোলাম রাব্বানী। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি।

ফেসবুকে তিনি আহবান জানিয়ে লিখেছেন, বর্তমান পরিস্থিতিতে ক্ষুদ্র উদ্যোক্তা, ছোট ব্যবসায়ী, কৃষক, শ্রমিক ও অন্যান্য খেটে খাওয়া 'হ্যান্ড টু মাউথ' মানুষগুলোর কাছে সুদসহ ঋণের কিস্তি দেয়াটা হবে মরার উপর খাঁড়ার ঘায়ের মতো। তাই, ক্ষুদ্রঋণ প্রদানকারী সকল প্রকার ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সমবায়, এনজিও ও মহাজনদের লোনের কিস্তি স্থগিত ও দৃশ্যমান ক্ষতিগ্রস্তদের সুদ মওকুফ করার সরকারি নির্দেশনা আবশ্যক।

তিনি আরও বলেন, আর ঢাকা ও অন্যান্য শহরাঞ্চলে জীবিকার তাগিদে ভাড়া বাসায় থাকা খেটে খাওয়া অসহায় মানুষগুলোর অন্তত ২ মাসের বাড়িভাড়া মওকুফ করার উদাত্ত আহবান রইলো সকল সুহৃদ বাড়িওয়ালার প্রতি।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]