17236

৩১ মে পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

৩১ মে পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

2020-04-26 21:31:51

রমজান, মে দিবস, বৌদ্ধ পূর্ণিমা, গ্রীষ্মকালীন, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ৩১ দিনের ছুটি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ। আগামী ৩০ এপ্রিল থেকে ছুটি শুরু হয়ে চলবে ৩১ মে পর্যন্ত।

রোববার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো. আবদুস সালাম মিঞা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধের লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৩ এপ্রিলের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় আগামী ০৫ মে পর্যন্ত বন্ধ থাকবে। ইতোপূর্বে ১২ এপ্রিল ২০২০ তারিখের রেজি/সাঃপ্রশা/৬৫৩৬(৫০০) নং বিজ্ঞপ্তিতে ঘোষিত নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে। জরুরি পরিসেবার (চিকিৎসা, বিদ্যুৎ, পানি, গ্যাস, পরিচ্ছন্নতা কার্যক্রম, নিরাপত্তা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট ইত্যাদি) ক্ষেত্রে এ ব্যবস্থা প্রযোজ্য হবে না।

০১ জুন ২০১৯ তারিখের বিশেষ সিন্ডিকেট সভায় অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী পবিত্র মাহে রমজান, মে দিবস, বৌদ্ধ পূর্ণিমা, গ্রীষ্মকালীন ছুটি, শব-ই-ক্বদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ক্লাশসমূহ আগামী ৩০ এপ্রিল হতে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের বিস্তার রোধের লক্ষ্যে গত ১৮ মার্চ থেকে জাহঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও ২২ মার্চ থেকে প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]