17256

৩ বছর নিষিদ্ধ হলেন উমর আকমল

৩ বছর নিষিদ্ধ হলেন উমর আকমল

2020-04-29 00:04:43

আইসিসির দুর্নীতিবিরোধী ধারা ভাঙার অভিযোগে পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান উমর আকমলকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তার বিরুদ্ধে আইসিসির দুটি ধারা ভাঙার অভিযোগ ওঠে।

প্রথমত ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তিনি তা কর্তৃপক্ষকে জানাননি। দ্বিতীয়ত স্পট ফিক্সিংয়ের সঙ্গেও নাকি তিনি জড়িত ছিলেন।

সোমবার এক টুইট বার্তায় পিসিবি জানায়, শুনানি শেষে সংস্থাটির শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান বিচারপতি ফজল-ই-মিরান চৌহান আকমলকে এই শাস্তি দিয়েছেন। গত ২০ মার্চ আকমলের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী দুটি ধারা ভাঙার অভিযোগ আনে পিসিবি। অবশ্য এর এক মাস আগে থেকেই ক্রিকেট থেকে দূরে রাখা হয় তাঁকে।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হওয়ার আগে আকমলকে সাময়িকভাবে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে পিসিবি। বোর্ডের আনা অভিযোগের বিরুদ্ধে আপিল করার সুযোগ ছিল আকমলের। কিন্তু সেটা তিনি করেননি। বরং মেনে নিয়েছেন ৩ বছরের নিষেধাজ্ঞা।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]