17520

আবারো আন্দোলনের ধাক্কা সামলাতে হবে ঢাবি প্রশাসনকে

আবারো আন্দোলনের ধাক্কা সামলাতে হবে ঢাবি প্রশাসনকে

2020-05-23 04:00:06

||শাহীন আব্দুল্লাহ||

আবারো আন্দোলনের ধাক্কা সামলাতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। ক্যাম্পাস অভ্যন্তরে মেট্রো স্টেশন নিয়ে ইতিমধ্যেই অসন্তোষের দানা বেধেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে।

শিক্ষার্থীরা নিয়মিত ফেইসবুকে 'ক্যাম্পাস অভ্যন্তরের স্টেশন নয়' দাবি জানিয়ে স্ট্যাটাস ও মন্তব্য লিখে যাচ্ছেন।

ইতিমধ্যেই No station inside DU নমে খোলা হয়েছে একটি ফেইসবুক গ্রুপ। গ্রুপটিতে জয়েন করেছেন সাড়ে ৫ হাজার শিক্ষার্থী। বেড়েই চলছে সদস্য সংখ্যা।

ধারণা করা হচ্ছে, এ গ্রুপটির মাধ্যমেই করোনা পরবর্তী সময়ে আন্দোলন জমে উঠবে। আর অন্দোলনের সে ঢেউ কতদূর যায় সেটাই এখন দেখার অপেক্ষা।

সাধারণ শিক্ষার্থীদের ফেইসবুক আইডি পর্যালোচনা করলে দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাস অভ্যন্তরে স্টেশন বিরোধী।

ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে বাংলা একাডেমির বিপরীতে মেট্রো স্টেশন এর জন্য প্রস্তুত করা হয়েছে, জানাচ্ছেন শিক্ষার্থীরা। বাংলা একাডেমীর রাস্তার অসংখ্য গাছ কেটে ফেলা হয়েছে। যা ক্ষোভের জন্ম দিয়েছে শিক্ষার্থীদের ভেতরে। তারই পরিপেক্ষিতে নতুন করে মেট্রো স্টেশনের বিরুদ্ধে জমে উঠতে পাড়ে অন্দোলন।

জানা গেছে, এই ইস্যুতে সকল পক্ষ একমত হয়েছে। তবে ছাত্রলীগের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

লেখক: সাংবাদিক

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]