17665

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর মা'কে বাঁচাতে এগিয়ে আসুন

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর মা'কে বাঁচাতে এগিয়ে আসুন

2020-06-06 23:19:32

মহিউদ্দিন ভূঁইয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মেধাবী শিক্ষার্থী। পড়েছেন ইংরেজি বিভাগের ২য় বর্ষে। নিম্নবিত্ত পরিবারের সংসার। স্বপ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষক হয়ে শিক্ষার্থীদের মানবিক গুণসম্পন্ন শিক্ষা দেবেন। নিজে পরিবার ও সমাজের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন।

কিন্তু স্বপ্ন লালিত সেই দিনগুলো তাঁর মা দেখতে পারবেন কিনা, এমন শঙ্কায় আছেন তিনি। এক মরণব্যাধি ক্যানসারে ধুঁকছে মা সিরিয়া বেগম। মা'কে বাঁচাতে সকলের সহযোগিতা কামনা করে আকুতি জানিয়েছেন তিনি।

মহিউদ্দিন জানিয়েছেন, "শুরুতে ধরে নিয়েছিলাম আমরা পারিবারিকভাবেই পারব। মা'কে প্রথমে গোপালগঞ্জ এরপর ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। সকল রকম পরীক্ষানিরীক্ষা শেষে রিপোর্টের ভিত্তিতে ডাক্তার জানায় তার লিভারে একটি এবং কোলনে দুইটি টিউমার হয়েছে। টিউমার ফেটে লিভারে এবং কোলনে ক্যানসার ছড়িয়ে পড়েছে যা জরুরী ভিত্তিতে অপারেশনের প্রয়োজন ছিলো l"

তিনি আরও জানিয়েছেন, অভাব অনটনে কাটলেও টুকটাক যা চলছিল ঢিমেতালে ভালোই চলছিল তাদের। বৃদ্ধ পিতার আয় অনেক আগেই বন্ধ। গৃহশিক্ষকতা করে নিজের খরচ মেটাতেন। মাঝেমধ্যে পরিবারেও অর্থের যোগান দিতেন। কিন্তু মহামারী করোনা এখানে বিপত্তি ঘটাল। লকডাউনে দুই ভাইয়ের সামান্য ছোট ব্যাবসাটাও বন্ধ, নিজের টিউশনিও বন্ধ। এমন পরিস্থিতিতে অর্থাভাবে বন্ধ মায়ের চিকিৎসাও।

তাঁর সহপাঠীরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ফেসবুকে একটি লেখা শেয়ার করেছেন। বন্ধুরা ফেসবুক স্ট্যাটাসে জানায়, "তাঁর পরিবার অপারেশন ফি, প্যাথলজি ও ওষুধ বাবদ মোট চার লক্ষ টাকার অধিক দিয়ে অপারেশন করিয়েছেl"

মহিউদ্দিন জানিয়েছেন, "রাজধানীর মোহাম্মদপুরের আল-মানার হাসপাতালে অপারেশন হয়। অপারেশনের পর কেমোথেরাপি জরুরী হয়ে পড়েছে। ডাক্তার জানায় কেমোথেরাপি দিতে হবে।"

প্রতিটি কেমোথেরাপির খরচ ৩০ হাজার টাকা, ১১ দিন পরপর যাঁর মোট ৮ টি কেমোথেরাপি লাগবে বলে আল-মানার হাসপাতালের ডাক্তার সাইফুদ্দিন দেওয়ানের বরাত দিয়ে মহিউদ্দিন জানান। গত ২২ এপ্রিল ছিল ২য় কেমোথেরাপি দেওয়ার তারিখ। কিন্তু সেই অর্থই যে তাঁর কাছে নেই। মায়ের অবস্থা বেশি ভালো যাচ্ছেনা। সময়মত কেমোথেরাপি দিতে না পারলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে। তবু আশাবাদী তিনি, মানুষ মানুষের পাশে দাঁড়ায় এমন দৃষ্টান্ত তো করোনার মহামারীতেই দেখা গেছে।

এ ব্যাপারে তাঁর বন্ধুরা মানবিক আবেদন জানিয়ে লিখেছেন, "আমাদের বন্ধু মহিউদ্দিন এখন না পারছে মায়ের কেমোথেরাপি দিতে আর না পারছে চোখের সামনে মাকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়ার সাক্ষী হতে। এমতাবস্থায় আপনাদের দোয়া ও আর্থিক সহযোগিতায় হয়তো সে তার মাকে সুস্থভাবে ফিরে পাবে।"

সমাধান লুকিয়ে আছে সমাজের তরে। সহৃদয়বান ব্যাক্তিরা এগিয়ে আসুন এই শিক্ষার্থীর মা'কে বাঁচাতে।

যোগাযোগঃ
মহিউদ্দিন ভুঁইয়া
ইংরেজি বিভাগ ( 17 ENG075)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়।
ব্যাক্তিগত বিকাশ নাম্বার( মহিউদ্দিন ভূইয়া ) 01776578562
ব্যাক্তিগত ডাচ-বাংলা নাম্বার
01920054613 (মহিউদ্দিন ভূঁইয়া)

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]