18022

এবার টেন মিনিট স্কুলে ইসলাম শিক্ষা বিভাগ খোলার প্রস্তাব

এবার টেন মিনিট স্কুলে ইসলাম শিক্ষা বিভাগ খোলার প্রস্তাব

2020-07-08 02:55:39

নানান বিতর্কের মধ্য দিয়ে সময় পার করছে টেন মিনিট স্কুল। সম্প্রতি টেন মিনিট স্কুলের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে সমকামিতার সমর্থনের অভিযোগ উঠে। তা নিয়ে ব্যাপক চড়াই-উৎরাই হয় অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে।

টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক দাবি করেন তাকে হত্যার হুমকি পর্যন্ত দেয়া হয়েছে। বিষয়টির সত্যতা যাচাই করেছে বাংলাদেশ পুলিশ। তারা বলছেন, আয়মান সাদিককে হত্যার হুমকি দিয়ে বানানো একাধিক ভিডিও সন্ধান পাওয়া গেছে।

এরইমধ্যে টেন মিনিট স্কুলকে ইসলাম শিক্ষার ওপর কনটেন্ট বানানোর প্রস্তাব দিলেন বাংলাদেশী মাওলানা আহমাদুল্লাহ। যিনি ইতিমধ্যেই টেন মিনিট স্কুল নিয়ে একটি ভিডিও বানিয়ে আলোচনা ও সমালোচনার শিকার হয়েছেন।

তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, "টেন মিনিট স্কুলে সব বয়সী মানুষদের জন্য ইসলাম শিক্ষা বিভাগ খোলার জন্য আয়মান সাদিককে আমি প্রস্তাব করেছি; সাথে এ-ও বলেছি যে, সম্ভব হলে আমি নিজে এক্ষেত্রে সময় দেবো, সহযোগিতা করবো। তিনি সম্মতি জানিয়েছেন।"

এই মাওলানা আরও লিখেছেন "সার্বিকভাবে বিষয়টি কল্যানকর হবে কি না? এ নিয়ে উলামায়ে কেরামের সাথে পরামর্শ করবো ইনশা আল্লাহ। আপনাদেরও মূল্যবান মতামত জানাতে পারেন।"

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]