18582

অনির্দিষ্টকালের জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বন্ধ

অনির্দিষ্টকালের জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বন্ধ

2020-08-18 22:39:53

বিশ্বভারতীর পৌষমেলার মাঠে প্রাচীর নির্মাণকে ঘিরে উত্তেজনার জেরে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

সোমবার পৌষমেলার মাঠ প্রাচীর দিয়ে ঘেরার উদ্যোগ নেয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্রসহ কয়েক হাজার মানুষ বিক্ষোভ করে। অর্ধনির্মিত দেয়াল ভেঙে ফেলা হয়। সংঘর্ষের ঘটনাও ঘটে। আটক করা হয় বেশ কয়েকজনকে।

পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এটা কেন্দ্রের বিষয়। আমি একটা কথাই বলব, রবীন্দ্রনাথ বিশ্বভারতী গড়ে তুলেছিলেন মুক্ত পরিবেশে শিক্ষাদানের জন্য। বাংলার ঐতিহ্য যাতে নষ্ট না হয়, বিশ্বভারতীর গৌরব এবং ঐতিহ্য যাতে অটুট থাকে, তা আমাদের সকলের দেখা উচিত। নির্মাণ মানেই তা সৌন্দর্য বাড়ায় এমন নয়।’

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]