18765

ছুটিতে শিক্ষার্থীদের ঘরে থাকার নির্দেশ

ছুটিতে শিক্ষার্থীদের ঘরে থাকার নির্দেশ

2020-08-28 01:23:42

করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী ৩ অক্টোবর পর্যন্ত সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বন্ধ থাকবে। এ সময়ে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে নিজ নিজ বাসস্থানে অবস্থানের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, আগামী ৩ অক্টোবর পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেনসহ প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধের সময় শিক্ষার্থীদের নিজেদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন। স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীক্ষণ করবেন। শিক্ষার্থীরা যাতে বাসস্থানে অবস্থান করে নিজ নিজ পাঠ্যবই অধ্যয়ন করে সে বিষয়টি প্রধান শিক্ষকরা তাদের সংশ্লিষ্ট অভিভাবকদের মাধ্যমে নিশ্চিত করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশনা ও অনুশাসন মেনে চলতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]