19077

রাবির উপাচার্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

রাবির উপাচার্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

2020-09-15 21:29:52

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানসহ ছয় জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাবির সাবেক উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মিজান উদ্দীনের স্ত্রী মোমেনা জীনাত এ মামলা করেন।

মামলায় নিয়ম বর্হিভূতভাবে পেনশন আটকে রাখার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন বাদিপক্ষের আইনজীবী নুরে কামরুজ্জামান ইরান।

তিনি জানান, দুপুরে রাজশাহী যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-১ এর আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। আদালতের বিচারক জয়ন্তী রাণী মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ অক্টোবর আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছে। মামলার অপর পাঁচ আসামির মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের চার জন রেজিস্ট্রার ও রাবির শেখ রাসেল স্কুলের সভাপতি।

এ মামলার আইনজীবী জানান, মামলার বাদী মোমেনা জীনাত রাবি শেখ রাসেল স্কুলের অধ্যক্ষ ছিলেন। অবসর গ্রহণের পর নিয়ম বর্হিভূতভাবে তার পেনশনের ৪৫ লাখ ৬১ হাজার ৯৪৫ টাকা আটকে রাখা হয়েছে বলে মামলায় তিনি অভিযোগ করেছেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]