19161

কাল হোয়াইটবোর্ড ম্যাগাজিন নিয়ে আসছেন রাদওয়ান মুজিব

কাল হোয়াইটবোর্ড ম্যাগাজিন নিয়ে আসছেন রাদওয়ান মুজিব

2020-09-20 05:10:05

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর বাংলাদেশের নীতিনির্ধারণী বিষয়ক ম্যাগাজিন হোয়াইটবোর্ড এর আনুষ্ঠানিক পথচলা শুরু হচ্ছে আগামীকাল। ম্যাগাজিনটি দেশের নীতিনির্ধারণী বিষয়ক নির্মোহ এবং সার্বিক পর্যালোচনা করবে। ম্যাগাজিনটির প্রধান সম্পাদকের দায়িত্বে থাকা বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক আগামীকাল এটি উদ্বোধন করবেন। উদ্বোধনের অংশ হিসেবে রবিবার সন্ধ্যে ৬ টায় থাকছে মুজিব সিদ্দিক পরিচালিত একটি ওয়েবিনার যেখানে অংশ নেবেন সম্পাদকমণ্ডলী।

প্রথম সংখ্যাটিতে থাকবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৃহীত নীতিমালা যার মাধ্যমে জাতি পেয়েছিল পরবর্তী উন্নয়নের রূপরেখা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা সংখ্যাটি প্রকাশিত হওয়ার কথা ছিল তাঁর জন্মমাস মার্চে। কিন্তু করোনাত্রাসের কারণে তখনকার জন্য স্থগিত রাখা হয়েছিল।

বর্তমান এবং ভবিষ্যৎ নীতিনির্ধারকবৃন্দ এ সংখ্যা থেকে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার আলোকবর্তিকা খুঁজে পাবে এমন আশা ব্যক্ত করেছেন সিআরই কর্মকর্তাবৃন্দ।

সিআরআই কর্মকর্তারা জানান, এই সংখ্যাটির প্রয়াস থাকবে পঁচাত্তর পরবর্তী সময়ে বঙ্গবন্ধু বিষয়ে মিথ্যা অপপ্রচার এর বিরুদ্ধে একটি নির্মোহ সত্যনিষ্ঠ উপস্থাপন।

বঙ্গবন্ধু শব্দটি শুনলেই আমাদের প্রথম যে বিষয়টি মাথায় আসে সেটি হল ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ এবং স্বাধীনতার অবিসংবাদিত নেতৃত্ব। এসব ক্যারিশম্যাটিক অর্জনের আড়ালে যেটা ঢাকা পরে যায় সেটি হল তাঁর পলিসিবিষয়ক দূরদর্শিতা এবং সফলতা। এই আড়ালে থাকা বিষয়গুলোই নির্মোহভঙ্গিতে প্রকাশিত হবে এই সংখ্যায়।

যারা সংখ্যাটিতে কাজ করছেন তাদের সবাই বঙ্গবন্ধু সম্পর্কে গবেষণা বা লেখালেখির ক্ষেত্রে অনন্য উদাহরণ রেখেছেন।

ইতিপূর্বেও সিআরআই জাতির জনকের অজানা দিকগুলোকে নিয়ে প্রকাশ করেছে ‘মুজিব গ্রাফিক নভেল’। কমিক স্টাইলে নির্মিত বইটি দেশে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে ঐতিহাসিক তথ্য উপস্থাপনের।

হোয়াইটবোর্ড এর পরবর্তী সংখ্যাগুলো আলোকপাত করবে বাংলাদেশের নীতিনির্ধারণী বিষয়ক অন্যান্য দিকগুলো নিয়ে যা খুব সময়েই আলোচিত হয়েছে বা সঠিকভাবে উপস্থাপিত হয়েছে।

‘বাংলাদেশের নীতিনির্ধারণী জগতে নতুন ধারণা সংযোজন করবে এই ম্যাগাজিনটি। ম্যাগাজিনটি প্রকাশিত হওয়ামাত্র এর গুনগত মান আপনারা নিজের চোখেই দেখে নেবেন,’ বলেছেন হোয়াইটবোর্ড এর সহ-সম্পাদক সৈয়দ মফিজ কামাল।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]