19171

ঢাবি অধিভুক্ত সব মেডিকেল কলেজের কার্যক্রম চলবে অনলাইনে

ঢাবি অধিভুক্ত সব মেডিকেল কলেজের কার্যক্রম চলবে অনলাইনে

2020-09-21 00:46:02

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদভুক্ত অধিভুক্ত সকল মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ এবং ইনস্টিটিউটের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম এখন থেকে অনলাইনে পরিচালনা করা হবে। এর জন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে একটি ম্যানেজমেন্ট সফটওয়্যার (ডিইউসিএমসি) চালু করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সফটওয়্যারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান।

উদ্বোধন শেষে উপাচার্য বলেন, এই সফটওয়্যারের মাধ্যমে ডিজিটালাইজেশনের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়। এর ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরো বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের যেসব ক্ষেত্রে এখনও পুরোপুরি ডিজিটাল প্রক্রিয়ার আওতায় আসেনি সেগুলো পর্যায়ক্রমে ডিজিটালাইজেশনের মধ্যে আনার কাজ চলছে।

এই সফটওয়্যারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর ফরমপূরণ, প্রবেশপত্র প্রদান, রোল শীট প্রেরণ, ব্যক্তিগত তথ্য সম্পাদন, ফলাফল প্রকাশ, ট্রান্সক্রিপ্ট প্রদান, প্রভিশনাল সার্টিফিকেট প্রদান, শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণসহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং পরীক্ষা নিয়ন্ত্রক মো: বাহালুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]