19825

সাদাত হোসাইনের রহস্য উপন্যাস ‘শেষ অধ্যায় নেই’

সাদাত হোসাইনের রহস্য উপন্যাস ‘শেষ অধ্যায় নেই’

2020-10-18 06:30:26

বর্তমান প্রজন্মের তরুণদের কাছে সাদাত হোসাইন জনপ্রিয় একটি নাম। একের পর এক দারুণ সব বই লিখে তরুণ সমাজে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছেন তিনি। সম্প্রতি পাঠকদের জন্য নতুন একটি চমক নিয়ে এসেছেন এই গুণী লেখক। ‘শেষ অধ্যায় নেই’ নামে নতুন আরেকটি বই লিখেছেন তিনি। এটি একটি রহস্য উপন্যাস। সাদাত হোসাইনের বিখ্যাত রেজা সিরিজের দ্বিতীয় বই এটি।

লেখক সাদাত হোসাইনের জন্ম মাদারীপুরের কালকিনি উপজেলায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন খেয়া ঘাটের মাঝি হবেন আর নিজের নামটা ছাপার অক্ষরে দেখবেন। তাই লেখালেখি শুরু করেন।

২০১৫ সালে ১ম উপন্যাস ‘আরশিনগর’ প্রকাশিত হলে বইটি পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। প্রতিবছরই অমর একুশে বইমেলায় বেস্টসেলার বইগুলোর তালিকায় থাকে এ লেখক রচিত কোনো না কোনো বইয়ের নাম। তার মরণোত্তম, অন্দরমহল, মেঘেদের দিন, তোমাকে দেখার অসুখ, নির্বাসন ইত্যাদি বইগুলো বেশ জনপ্রিয়।

‘শেষ অধ্যায় নেই’ বইটির কেন্দ্রীয় চরিত্র হিসেবে দেখা যাবে শফিক শাহরিয়ার নামক একজন বিখ্যাত লেখককে৷ তিনি একটি রহস্যপন্যাস লিখতে সিলেটের নির্জন চা বাগানের কাছে একটি বাংলোতে অবস্থান করছেন। হঠাৎ রাত ১২টায় সুদূর গির্জা থেকে ঘণ্টার ধ্বনি শুনতে পান তিনি। তখন ইলেকট্রিসিটি চলে যায়, তার মনে হয় কবরের ভেতর থেকে কফিনগুলো উঠে আসছে। আবার মুহূর্তেই সব মিলিয়ে যায়। এসব দেখে বেশ ভয় পান লেখক। স্ত্রী থাকতেও একজন প্রেমিকা বিদ্যমান তার। সেই প্রেমিকা বিয়ের জন্য চাপ দিচ্ছে তাকে। এই নিয়েও বেশ চিন্তিত ছিলেন তিনি। ভয়, চিন্তাভাবনা, লেখালেখির এক পর্যায়ে খুন হন এই লেখক। কে, কেন, কীভাবে এই খুনটি করল, রেজা সাহেব কীভাবে সেই রহস্য উদঘাটন করবেন-এসব নিয়েই লেখা বইটি।

বর্তমানে রকমারিতে বইটির প্রি-অর্ডার চলছে। প্রি-অর্ডার শুরু হওয়ার পর থেকেই ব্যাপক হারে বেড়ে চলছে বইটির চাহিদা। পাঠকদের এত আগ্রহে উচ্ছ্বসিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন সাদাত হোসাইন। তিনি লিখেছেন, ‘প্রিয় পাঠক, মাত্র ৩০ মিনিটেই অবিশ্বাস্য সাড়া। লেটস ব্রেক দ্যা রেকর্ড-শেষ অধ্যায় নেই।’

বইটি প্রকাশ করেছে অন্যধারা প্রকাশনী। বইটির প্রচ্ছদ ডিজাইন করেছেন লেখক সাদাত হোসাইন নিজেই। প্রচ্ছদে দেখা যায় একটি ল্যাম্পশেডে আলো জ্বলছে এবং অপর পাশে খাতা-কলম পড়ে আছে। এছাড়াও একদম নিচের দিকে একপাশে পুলিশের মাথায় ক্যাপ ও বন্দুক সম্বলিত ছোট্ট একটি লোগো ব্যবহার করা হয়েছে। সবসময় এই লোগোটি রেজা সিরিজের পরিচয় বহন করবে বলে জানা যায়। বইটির মূল্য ৩০০ টাকা।

লেখক: শিক্ষার্থী, রসায়ন বিভাগ, সরকারি তিতুমীর কলেজ।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]