19898

ধর্ষণ-নিপীড়ন বন্ধে শাহবাগে অবরোধ

ধর্ষণ-নিপীড়ন বন্ধে শাহবাগে অবরোধ

2020-10-21 22:06:48

দেশে ধর্ষণ-নিপীড়ন বন্ধে ৯ দফা দাবিতে রাজধানী ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন বামপন্থী ছাত্র-নারী ও সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতা-কর্মীরা।

বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা।

‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে বাম ধারার সংগঠনগুলোর এই কর্মসূচি চলছে। ৯ দফা দাবির মধ্যে আছে গত শনিবার দুপুরে ফেনীতে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে লংমার্চে পুলিশ-ছাত্রলীগ-যুবলীগের হামলা এবং পাহাড়-সমতলে অব্যাহত নারী ধর্ষণের বিচার ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ।

ধর্ষণ-নিপীড়ন বন্ধে ৯ দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ–বিক্ষোভ করেন বামপন্থী সংগঠনের নেতা-কর্মীদের। শাহবাগ, ঢাকা, ২১ অক্টোবর
ধর্ষণ-নিপীড়ন বন্ধে ৯ দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ–বিক্ষোভ করেন বামপন্থী সংগঠনের নেতা-কর্মীদের। শাহবাগ, ঢাকা, ২১ অক্টোবর ছবি: আশরাফুল আলম

অবরোধের কারণে পল্টন থেকে কাঁটাবন ও শাহবাগ থেকে বাংলামোটর অভিমুখী মূল সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। তৈরি হয় তীব্র যানজট, যদিও পাশের সরু রাস্তা দিয়ে কিছু গাড়ি চলছে।

অবরোধ শুরুর আগে বামপন্থী সংগঠনগুলোর নেতা-কর্মীরা জাতীয় জাদুঘরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখানে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাগীব নাঈম বলেন, ‘ব্রিটিশেরা চলে যাওয়ার পর পাকিস্তানিরা আমাদের অধিকার হরণ করেছে। বাংলাদেশ আমলেও তা-ই চলছে। নারী-পুরুষসহ সব মানুষের ওপর এখন নিপীড়ন চলছে। এই রাষ্ট্র হয়ে উঠেছে ধর্ষক ও বিচারহীনতার। একে আমরা উৎখাত করব।’

এ সমাবেশে অন্যদের মধ্যে ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগর শাখার সভাপতি সৈকত আরিফ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ) ঢাকা মহানগর শাখার সভাপতি মুক্তা বাড়ৈ প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশ শেষে দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কাঁটাবন মোড় ঘুরে এসে শাহবাগ মোড়ের রাস্তা আটকে অবস্থান নেন বামপন্থী সংগঠনগুলোর নেতা-কর্মীরা টায়ার জ্বালিয়ে এখন তাঁরা সেখানে বিক্ষোভ সমাবেশ করছেন।

সমাবেশের ফাঁকে ফাঁকে বর্তমান সরকারের পদত্যাগ, স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ ও ধর্ষকদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাঁরা।

শাহবাগ মোড় অবরোধ করে চলা সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার বলেন, ‘বিচার না হওয়ার কারণেই দেশে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে। আওয়ামী ফ্যাসিবাদের নিজের প্রয়োজনে জনগণের গণতান্ত্রিক আন্দোলন দমন করতেই দেশজুড়ে লাঠিয়াল বাহিনী পুষছে। ধর্ষণ কোনো অরাজনৈতিক ঘটনা নয়। ধর্ষকের কোনো দল নেই—এটা মিথ্যাচার।’

সমাবেশে ছাত্র ইউনিয়নের নেতা মেঘমল্লার বসু পুলিশ বাহিনী ‘পুলিশ লীগে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]