19918

জাতিসংঘ বিতর্কে চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

জাতিসংঘ বিতর্কে চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

2020-10-23 05:27:32

জাতিসংঘের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ, বাংলাদেশ ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের যৌথ আয়োজনে বাংলাদেশের ৮বিভাগের ৮ টি বিশ্ববিদ্যালয়ের দল নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিভাগের প্রতিনিধিত্ব করে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোস্যাইটি ( ডিইউডিএস) এবং অন্যান্য বিভাগ থেকে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় গুলো ছিলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।

নক আউট পর্ব শেষে সেমিফাইনাল অনুষ্ঠিত হয় এবং সেমিফাইনালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর বিতর্ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোস্যাইটি কে হারিয়ে ৩-০ ব্যালটে ফাইনালে পৌঁছে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোস্যাইটি।

ফাইনালে বিতর্ক অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোস্যাইটি ( DUDS) এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোস্যাইটি ( PUDS) এর মধ্যে।

8-০ ব্যালটে ফাইনালে চূড়ান্ত বিজয়ী ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোস্যাইটি (DUDS)।

ডিইউডিএস এর হয়ে প্রতিনিধিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শাইয়ান সাদিক ইশতি, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগ থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের খাদিজা শারমিন (বঙ্গমাতা হলের সাবেক সাহিত্য সম্পাদক) এবং ম্যানেজমেন্ট বিভাগ থেকে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মোঃ তানভীর হোসেন শান্ত। ফাইনালের শ্রেষ্ঠ বক্তা শাইয়ান সাদিক ইশতি।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]