19957

অনলাইনে নয় চবিতে ভর্তি পরীক্ষা হবে সশরীরে

অনলাইনে নয় চবিতে ভর্তি পরীক্ষা হবে সশরীরে

2020-10-26 03:21:13

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও (চবি) স্নাতক ভর্তি পরীক্ষা সশরীরে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি। আজ রবিবার (২৫ অক্টোবর) এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান।

এ ব্যাপারে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস.এম. সালামত উল্যা ভূঁইয়া বলেন, আমাদের আজকের মিটিং-এ দুইটি সিদ্ধান্ত হয়েছে। প্রথমটি, আগের মতই ১০০ মার্কের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নিয়ে ভর্তি করানো হবে। দ্বিতীয়টি, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়ার পরে বাকি অন্যসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা ক্যাম্পাসে নাকি ক্যাম্পাসের বাহিরে নেয়া হবে, এ সিদ্ধান্ত পরবর্তীতে নেওয়া হবে। এখন শুধু পরীক্ষা কিভাবে নেয়া হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, রাতে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে অনুষ্ঠিত ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির পরিকল্পনা বিষয়ে প্রাথমিক আলোচনা সম্পর্কিত ডিনস কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য এবং চবি শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শিরীণ আখতার।

এতে চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস.এম. সালামত উল্যা ভূঁইয়া, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, আইন অনুষদের ডিন অধ্যাপক এ বি এম আবু নোমান, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হোসাইন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা এবং মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ রাশেদ উন নবী উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান এবং ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) জনাব এস এম আকবর হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়-

১) শিক্ষার্থীদের স্বশরীরে অংশগ্রহণের মাধ্যমে পূর্বের ন্যায় ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেয়া হবে।
২) এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরবর্তীতে চবি ভর্তি কমিটি ভর্তি পরীক্ষা সম্পর্কিত সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]