19961

‘বয়কট ফ্রান্স’ প্রচারণা বন্ধ করতে ফ্রান্সের আহ্বান

‘বয়কট ফ্রান্স’ প্রচারণা বন্ধ করতে ফ্রান্সের আহ্বান

2020-10-26 06:52:01

মধ্যপ্রাচ্যের দেশগুলিতে চলমান ‘বয়কট ফ্রান্স’ প্রচারণা বন্ধ করতে আহ্বান জানিয়েছে ফ্রান্স। রোববার ফান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন আহ্বান জানানো হয়। খবর বার্তা সংস্থা রয়টার্স’র।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ফরাসি পণ্য, বিশেষত খাদ্য পণ্য বয়কট করার আহ্বান জানানো হচ্ছে। সেইসাথে হযরত মোহাম্মদ এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের কারণে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভের আহ্বান জানানো হচ্ছে।

বিবৃতিতে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এসব বয়কটের আহ্বান ভিত্তিহীন এবং এসব আহ্বান বর্জনের পাশাপাশি ফ্রান্সে উগ্র সংখ্যালঘুদের দ্বারা যেসব হামলা করা হচ্ছে তাও বন্ধ করা উচিত।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]