20009

মাকে বাঁচাতে সনির্বদ্ধ আহবান

মাকে বাঁচাতে সনির্বদ্ধ আহবান

2020-10-28 21:17:40

আমাদের ছোটবোন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাফিয়া খান অর্নির মায়ের জন্য একটি সনির্বদ্ধ আবেদন।

অর্নিই পরিবারের বড় সন্তান। বাকি দুই ভাইয়ের মধ্যে একজন ২০২১ এর এইচএসসি পরীক্ষার্থী এবং সবার ছোটভাই এখনো স্কুলে যাওয়ার বয়সে পৌঁছেনি।

২০১৬ সালের মাঝামাঝি সময়ে অর্নির মা প্রায়ই অজ্ঞান হয়ে যেতেন, নিশ্বাস নিতে পারতেন না। একদিন অবস্থা খুব বেগতিক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল থেকে তাদের পাঠানো হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। হার্টবিট কমে ২৫ এ এসে যায়। ডাক্তার বললেন পেস মেকার বসানো ছাড়া রোগীকে বাঁচানো যাবে না।অর্নির পরিবার প্রায় সাত লক্ষ টাকা খরচ করে ওর মায়ের চিকিৎসা করায়। হার্টের সমস্যার সমাধান হলেও ওর মা কিডনি, লিভার, ডায়াবেটিকস, ইউরিন ইনফেকশান সহ আরও কিছু রোগে জর্জরিত হতে থাকলেন । কিন্তু সামনে যে ব্রেইন টিউমারের মত ভয়াবহ একটা অসুস্থতা অপেক্ষা করছে তা ওরা একেবারেই বুঝতে পারেনি। ওর মায়ের ব্রেইনের পেছন দিকে গ্লিওমা ধরা পড়েছে। এই টিউমারটা ধরা পড়ার তিন মাস আগে তিনি ইসকেমিক স্ট্রোক করেন এবং এর ফলে পরবর্তীতে চোখ দু'টো পুরোপুরি অন্ধ হয়ে যায়।

বর্তমানে নিউরোসাইন্সেস এন্ড হসপিটালের সহকারী অধ্যাপক ড. মনসুর আহমেদ এবং ড. আরিফ রেজা স্যারের অধীনে তাঁর চিকিৎসা চলছে।

ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য অর্নির মাকে অতিদ্রুত পার্শ্ববর্তী দেশ ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যেতে বলেছেন এবং এর জন্য ১২ লক্ষ টাকা প্রয়োজন।

টানা চার বছরের চিকিৎসায় একটা বিরাট অঙ্কের টাকা ব্যয় হওয়ায় টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা করানোর ব্যয়ভার বহন করা ওর পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।

অর্নির পরিবার সহায়-সম্বলহীন হয়ে আপনাদের সকলের কাছে আকুলভাবে আবেদন করছে দয়া করে ওর মায়ের চিকিৎসার জন্য আপনারা সাধ্যমত এগিয়ে আসুন। সকলে সম্মিলিতভাবে এগিয়ে এসে ওকে সহযোগিতা করলে ওর মায়ের চিকিৎসা সম্ভব।

যতদ্রুত বারো লক্ষ টাকা যোগাড় করতে পারবে তত দ্রুত ওরা মাকে টাটা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যেতে পারবে চিকিৎসার জন্য। প্লিজ সবাই একটু সাধ্যমত এগিয়ে আসুন।

Bkash - 01521256841(Personal)
Nogod - 01521256841
Rocket - 01771557051
Bank Account: 1653205000000059 (Account Holder: Md Ratul), Branch: Joydebpur, Gazipur, UCB Bank.
যেকোনো তথ্য জানার প্রয়োজনে যোগাযোগঃ
01521256841(রোগীর জামাতা)
01876-625903(সাফিয়া খান অর্নি)
01630235817

লেখায়ঃ ফাতিমা তাহসিন
শিক্ষার্থী, আইন বিভাগ

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]