20096

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবরের বেতন-ভাতা ছাড়

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবরের বেতন-ভাতা ছাড়

2020-11-02 03:10:48

বেসরকারি স্কুল কলেজ শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের ছাড় দেয়া হয়েছে। রোববার (১ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) উপপরিচালক (সাধারণ প্রশাসন) স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাউশির অধীনে দেশের সকল স্কুল-কলেজে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন-ভাতা ছাড় দেয়া হয়েছে। ৮টি চেকের মাধ্যমে অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী, জনতা ও সোনালী ব্যাংকে জমা দেয়া হয়েছে।

শিক্ষক-কর্মচারীদের চলতি মাসের বেতন-ভাতার অংশ আগামী ৮ নভেম্বর মধ্যে সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে উত্তোলন করতে বলা হয়েছে।

এদিকে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ছাড় দেয়া হলেও এখনও মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অর্থ ছাড় দেয়া হয়নি। তবে আগামী দুই একদিনের মধ্যে এ অর্থ ছাড় দেয়া হবে বলে সংশ্লিষ্ট মাধ্যমে জানা গেছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]