20194

"ব্র‍্যান্ড্রিল ২০২০" এর চ্যাম্পিয়ন বিইউপি, রানার আপ ঢাবি

"ব্র‍্যান্ড্রিল ২০২০" এর চ্যাম্পিয়ন বিইউপি, রানার আপ ঢাবি

2020-11-06 19:07:16

প্রতি বছরের মতো এই বছরও ভয়েস অব বিজনেস (ভিওবি) নিয়ে এলো দেশের সর্ববৃহৎ ও জনপ্রিয় ব্র্যান্ডিং কম্পিটিশন “আইপিডিসি প্রেজেন্টস ব্র্যান্ড্রিল ২০২০” পাওয়ার্ড বাই একলেকটিক এডুকেশন। ভয়েস অব বিজনেস (ভিওবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি প্রকাশনা সংস্থা এবং অন্যতম বিজনেস ক্লাব যা গত এক যুগ ধরে শিক্ষার্থীদের উন্নয়নে বিভিন্ন ধরনের কর্মশালা, সেমিনার এবং প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি) থেকে 'টিম এনএসওয়াই', প্রথম রানার আপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 'টিম এক্সট্রা ডিল' এবং দ্বিতীয় রানার আপ দল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে 'টিম আনডিস্পিউটেড'। বিজয়ী দল পাবে ৫০ হাজার টাকা মূল্যের প্রাইজ মানি এবং প্রথম ও দ্বিতীয় রানার আপ পাবে যথাক্রমে ৩০ হাজার টাকা ও ২০ হাজার টাকা মূল্যের প্রাইজ মানি, সেই সাথে সৌভেনিওর, সার্টিফিকেট এবং বাংলালিংক ও নগদে ইন্টার্নশিপ প্রোগ্রামে বিশেষ সুযোগ।

“আইপিডিসি প্রেজেন্টস ব্র্যান্ড্রিল ২০২০” পাওয়ার্ড বাই একলেকটিক এডুকেশন প্রতিযোগিতাটির সূচনা হয় রেজিস্ট্রেশনের মাধ্যমে আর পুরো প্রতিযোগিতাটিতে রয়েছে তিনটি রাউন্ড। প্রথম রাউন্ডে ছিল অনলাইন কেস সাবমিশন। দ্বিতীয় রাউন্ডে ছিল কেস সলভিং ও ওয়ার্কশপ। আর দ্বিতীয় রাউন্ড থেকে নির্বাচিত সেরা আটটি টিম লড়াই করেছে গ্র্যান্ড ফিনালের জন্যে। গ্র্যান্ড ফিনালেতে ছিল কেস সাবমিশন ও ভিডিও প্রেজেন্টেশন।

২০১৭ সাল থেকে ভয়েস অব বিজনেস (ভিওবি) “ব্র্যান্ড্রিল” প্রতিযোগিতাটি আয়োজন করে আসছে। এবার তৃতীয় বারের মতো ভিওবি তাদের এই সিগনেচার ইভেন্টটি সফলতার সাথে আয়োজিত করেছে। ন্যাশনাল লেভেলের একটি অন্যতম ব্র্যান্ডিং প্রতিযোগিতা হিসেবে “ব্র্যান্ড্রিল” বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের জন্যে প্রতিভা বিকাশের একটি অনন্য প্লাটফর্ম। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা কাজে লাগিয়ে কিভাবে গতিশীল ব্যবসায় পরিবেশে ব্র্যান্ডিং করতে হয় তা জানতে পারবে এবং সেই সাথে একজন সফল ব্র্যান্ড ম্যানেজার এর গুনাবলীসমূহ সম্পর্কেও বাস্তব অভিজ্ঞতা লাভ করবে।

২০১৮ সালে অনুষ্ঠিত “ব্র্যান্ড্রিল” প্রতিযোগিতায় সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এবারের প্রতিযোগিতায়ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে দুই শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। তবে আয়োজকদের মতে এবারের প্রতিযোগিতাটি ছিল একটু ভিন্নধর্মী কারন পুরো ইভেন্টটি অনলাইনে অনুষ্ঠিত হবে। মূলত করোনা মহামারির কারণে আয়োজকরা এই সিদ্ধান্ত নেয় যাতে কেউ ঝুঁকির সম্মুখীন না হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন। অনুষ্ঠানের শুরুতে তিনি বলেন, '' চূড়ান্ত পর্বে উওীর্ণ সকল প্রতিযোগীকে অভিনন্দন৷ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে যে অভিজ্ঞতা হয়েছে, তাই প্রকৃতপক্ষে প্রতিযোগীদের ফলাফল। তারা এখানে যে অভিজ্ঞতা অর্জন করেছে তা তাদের দীর্ঘমেয়াদে স্ব-শিক্ষায় সহায়তা করবে"

এছাড়াও সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিযওয়ান সোলায়মান সারওয়ার— হেড অব স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ, হেড অব এম এন সি এন্ড হাই ভ্যালু ক্লাইন্ট, আইপিডিসি ফাইন্যান্স। আর বিচারক হিসেবে ছিলেন তারেক ইসলাম শুভ— হেড অব কোম্পানি স্ট্র‍্যাটেজি, ব্র‍্যান্ড এন্ড কর্পোরেট কমিউনিকেশন- আইপিডিসি ফাইন্যান্স, মো: ইফতেখার আলম হিমেল— হেড অব ব্র‍্যান্ড স্ট্র‍্যাটেজি এন্ড ক্রিয়েটিভ- গ্রামীনফোন, এবং গ্রেইস কান্তা সরকার— হেড অব মার্কেটিং অব সহজ।

"ব্র্যান্ড্রিল ২০২০" এবং ভয়েস অব বিজনেস সম্পর্কে আরো জানতে চোখ রাখুন ভয়েস অব বিজনেস এর অফিশিয়াল ফেসবুক পেজে। ফেসবুক পেজ লিংক- https://www.facebook.com/theVoB/

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]