20367

'বিরাট বিরাট সুবিধার অফার আমরাও পেয়েছি'

'বিরাট বিরাট সুবিধার অফার আমরাও পেয়েছি'

2020-11-17 17:50:26

কোন লোভ আমাদের ছুঁতে পারবেনা, ইনশাআল্লাহ। অতীতে বড় বড় আন্দোলন করে অনেকেই বাড়ি, গাড়ি, ব্যাংক- ব্যালেন্সের মালিক হয়েছে। কেউ কেউ সুবিধা নিয়ে আমেরিকা ইউরোপে পাড়ি জমিয়েছে। চ্যালেঞ্জ করে বলতে পারি, আমরা কোন সুবিধা নিই নি। বিরাট বিরাট অফার আমরাও পেয়েছি, কিন্তু দেশ মাতৃকাকে ভালবেসে সব অফার প্রত্যাখ্যান করেছি।

বিশ্ববিদ্যালয় জীবনে যেমন ছিলাম, এখনো তেমন আছি।
সারাজীবন ইনশাআল্লাহ এমনই থাকতে চেষ্টা করবো।
আমরা মনে করি মানুষের ভালবাসা সবথেকে বড় সম্পদ।
অনেকে কল ও মেসেজ করে বলে, "ভাই তোমরা শুধু সঠিক পথে থাকো। কারও কাছে বিক্রি হয়ে কারও দলে ভিড়ে যেও না। "

মানুষের এই নির্ভেজাল ভালবাসা আমাদের সঠিক পথে পরিচালিত হতে সহায়তা করে।বর্তমানে আমরা দেশ ও জাতির জন্য কাজ করতে নতুন ধারার রাজনীতি গঠন করার উদ্যোগ নিয়েছি।

আমাদের এই উদ্যোগ সফল করতে আপনাদের নির্ভেজাল ভালবাসা, সমর্থন, অংশগ্রহণ একান্তই কাম্য।

লেখকঃ মোঃ রাশেদ খান, ভারপ্রাপ্ত আহ্বায়ক-বাংলাদেশ  ছাত্র অধিকার পরিষদ

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]