20371

বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ১০শিক্ষার্থীকে বই দিল ঢাবি ছাত্র অধিকার

বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ১০শিক্ষার্থীকে বই দিল ঢাবি ছাত্র অধিকার

2020-11-18 00:45:54

২০২০-২১ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি গ্রহণকারীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে ১০ জনের কাছে ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজনীয় বই পাঠানো হয়েছে।

গত ৭ নভেম্বর শনিবার ফেসবুক লাইভে এই উদ্যোগের ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা।

তিনি বলেন, আমাদের আশেপাশেই অনেক মেধাবী ভাই বোনেরা আছেন যারা আর্থিক সীমাবদ্ধতার কারণে শিক্ষা উপকরণের অভাবে নির্বিঘ্নে পড়াশোনা করতে পারছেন না।

"তাদের জন্য অন্তত শিক্ষার প্রয়োজনে সহযোগিতা চাওয়া টা সামর্থ্যবানদের কাছে একটা অধিকার। করুণা বা দয়া হিসেবে নয়। এক্ষেত্রে মেধাবীদের মেধা বিকাশে সামর্থ্যবানদের নিঃসংকোচে এগিয়ে আসা উচিৎ। "

"বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে আমরা আজ দেশের বিভিন্ন প্রান্তে ১০ জনের কাছে ৮ হাজার টাকা মূল্যের বই উপহার পাঠিয়েছি।"

আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে এই উদ্যোগ চলমান থাকবে ইনশাআল্লাহ।

প্রয়োজনে যোগাযোগঃ
A ইউনিট
১।মোঃ মোয়াজ্জেম হোসেন রিহাম
বিভাগঃ প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান,ঢাকা বিশ্ববিদ্যালয়
01990148515

২।মোঃসুমন মিয়া
বিভাগঃ সফটয়ার ইঞ্জিনিয়ারিং
ইউনান ইউনিভার্সিটি
01714320561

B ইউনিট+ D ইউনিট
১।মোঃ তোফাজ্জল হোসাইন
বিভাগঃ রাষ্ট্র বিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়। 01782866884
২।শাহজাহান তানিম
বিভাগঃ ইংরেজি ভাষা ও সাহিত্য
ঢাকা বিশ্ববিদ্যালয়
01611476719
৩।মাহমুদুল হাসান
বিভাগঃ গণযোগাযোগ ও সাংবাদিকতা
ঢাকা বিশ্ববিদ্যালয়
01621820854

৪।মোঃ ওয়াহিদ উজ জামান,
বিভাগঃইসলামিক স্টাডিজ
ঢাকা বিশ্ববিদ্যালয়।
01630643616
৫।বাপ্পি মিয়াঁ
বিভাগঃ রাষ্ট্র বিজ্ঞান
ঢাকা বিশ্ববিদ্যালয়
01601588488
৬।সাকিব ফরাজী
বিভাগঃডেভেলপমেন্ট স্টাডিজ
ইসলামী বিশ্ববিদ্যালয়।
01647746080

C ইউনিট
১।সাদ্দাম হোসাইন
বিভাগঃফাইনান্স
ঢাকা বিশ্ববিদ্যালয়
01517802735

২।মোঃ শাকিল মিয়া
বিভাগঃম্যানেজম্যান্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়
01642004233

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]