20373

দুই সন্তানের মাকে নিয়ে ছাত্রলীগ সম্পাদকের চম্পট

দুই সন্তানের মাকে নিয়ে ছাত্রলীগ সম্পাদকের চম্পট

2020-11-18 04:20:03

প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়েছেন বরিশাল জেলার মুলাদী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মুরাদ হোসেন। দুই সন্তানের জননী ওই নারী উপজেলার চরকালেখান ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার। তার নাম আছমা খানম লাকী। এ বিষয়ে মুলাদী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন পলাতক লাকি খানমের শ্বশুর আবুল হাশেম কাজী।

মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দিন জানান, ১৬ নভেম্বর সকালে প্রবাসীর স্ত্রী আছমা খানম লাকী থানায় এসে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মুরাদ হোসেনের বিরুদ্ধে মৌখিকভাবে ধর্ষণের অভিযোগ করেছিলেন। তাকে লিখিত অভিযোগ দিতে বলায় তিনি থানা থেকে চলে গেছেন।

তবে আছমা খানমের শ্বশুর আবুল হাশেম কাজী তার পুত্রবধু ও কাজী মুরাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আছমা খানম লাকী চরকালেখান ইউনিয়নের আবুল হাশেম কাজীর ছেলে মোতালেব কাজীর স্ত্রী। আবুল হাশেম কাজী জানান, ১৭ বছর আগে তার কুয়েত প্রবাসী ছেলে মোতালেবের সাথে ষোলঘর গ্রামের আক্তার খানের মেয়ে আছমা খানম লাকীর বিয়ে হয়। বিবাহিত জীবনে তাদের একপুত্র ও এককন্যা সন্তান রয়েছে।

তিনি বলেন, ২০১৬ সালের ইউপি নির্বাচনের সময় আছমা খানম লাকী সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হলে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কাজী মুরাদের সাথে পরিচয় ঘটে। এরপর থেকে তাদের সাথে সর্ম্পক গড়ে ওঠে। এ নিয়ে একাধিকবার পারিবারিকভাবে শালিসও হয়েছে।

আবুল হাশেম কাজী আরো বলেন, সোমবার (১৬ নভেম্বর) আছমা খানম লাকী ২০ লাখ টাকা ও ৪ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে শ্বশুরের ঘর থেকে পালিয়ে যায়। আমরা জেনেছি, তার পরকীয়া প্রেমিক কাজী মুরাদের সাথে পালিয়েছে তিনি। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি।

বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক বলেন, মুলাদী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মুরাদ হোসেনের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি শুনেছি। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]