20377

নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করা যাবে না: ভিপি নুর

নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করা যাবে না: ভিপি নুর

2020-11-18 05:38:37

নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করা যাবে না। যদি আপনি ভোট দেন সে ভোট কাউনট হবে না  সেটা মেশিনে সেভ করা আছে। একজন অথর্ব নির্বাচন কমিশনার। আমি এটা ভেবে লজ্জিত যে সে আমার এলাকার পটুয়াখালীর। তিনি একজন মুক্তিযোদ্ধা আমি তাকে স্যালুট করি সেজন্য, তিনি সংগ্রাম করেছেন। একইভাবে আমি তাকে ঘৃণা করি যে তিনি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংসের একজন অন্যতম কারিগর।

মঙ্গলবার বিকালে মাওলানা ভাসানীর মৃত্যু দিবসে ছাত্র অধিকার পরিষদ এর কেন্দ্রীয় অফিস জামান টাওয়ারে আয়োজিত এক সভায় এসব মন্তব্য করেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

সভায় তিনি বলেন, "আমরা আজকেরে প্রজন্মকে বলবো এখন আমরা মার খাচ্ছি, রাস্তায় দাঁড়িয়ে পুলিশের টিয়ারশেল খাচ্ছি। কখনো গুলি চলছে। কিন্তু আপনারা যদি ইতিহাস পর্যালোচনা করেন যখনই জাতি কিংবা দেশ এরকম সংকটে পতিত হয়েছে সংগ্রাম ছাড়া সে সমাজ কিংবা সে জাতির পরিবর্তন হয়নি। আজকে আমরা সেই সংগ্রামের মাধ্যমে ত্যাগের মাধ্যমে এই জাতিকে মুক্ত করার জন্য তৈরি হচ্ছি। সারা বাংলাদেশের ছাত্র-যুবকদেরকে বলবো, আপনারাও তৈরি হন। ছাত্র-যুবকদের মধ্যে জাগরণ ঘটাতে হবে।"

এ স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, রাষ্ট্রচিন্তার রাখাল রাহাসহ আরো অনেকে।

সভায় বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান, যুব অধিকার পরিষদের আহবায়ক আতাউল্লাহ সহ অন্যান্য নেতারা।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]