20414

সাবেক প্রেসিডেন্ট ওবামার নতুন বই বিক্রিতে রেকর্ড

সাবেক প্রেসিডেন্ট ওবামার নতুন বই বিক্রিতে রেকর্ড

2020-11-21 14:57:53

হোয়াইট হাউসে থাকার সময়ের স্মৃতি নিয়ে বইটি লিখেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নতুন বইয়ের নাম ‘আ প্রমিজড ল্যান্ড’। ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার দুই সপ্তাহ পর গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বইটি প্রকাশিত হয়েছে। প্রকাশক পেঙ্গুইন র‌্যানডম হাউসি বইটির প্রথম সংস্করণ ৩৪ লাখ কপি ছাপিয়েছে। এর মধ্যে প্রথম দিনেই শুধু কানাডা ও যুক্তরাষ্ট্রে বিক্রি হয়ে গেছে প্রায় ৮ লাখ ৯০ হাজার কপি। তবে এর মধ্যে অনেক পাঠক আগেই বইটির অর্ডার দিয়ে রেখেছিলেন। আমাজনের বিক্রির তালিকায়ও এক নম্বরে আছে বইটি।

প্রকাশনা প্রতিষ্ঠানটি বলেছে, এ পর্যন্ত যতগুলো বই বাজারে এসেছে, প্রথম দিনে বিক্রির দিক থেকে সব রেকর্ড ভেঙে দিয়েছে ‘আ প্রমিজড ল্যান্ড’।

যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামা এর আগে ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’, ‘দ্য অডাসিটি অব হোপ’ ও শিশুদের জন্য ‘অব দ্য আই সিং’ বইটি লেখেন। যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাও স্মৃতিকথা প্রকাশ করেন, যা পাঁচ মাসের মধ্যে ১ কোটির বেশি কপি বিক্রি হয়েছিল
ডেমোক্র্যাট নেতা বারাক ওবামা ২০০৯ থেকে ২০১৭ সালের মধ্যে দুবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। তাঁর সময়ের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে হারিয়েছেন। হোয়াইট হাউসে থাকতে তিনি যা বলতে পারেননি, এই বইয়ে তা প্রকাশ করেছেন।

ব্রিটিশ ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের লেখা ‘মাই লাইফ’ প্রকাশের দিনে ৪ লাখ কপি বিক্রি হয়েছিল। আরেক সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ‘ডিসিশন পয়েন্ট’ প্রকাশের দিনে ২ লাখ ২০ হাজার কপি বিক্রি হয়। এই দুটি বই এখন পর্যন্ত ৩৫ লাখ ও ৪০ লাখ কপি বিক্রি হয়েছে। ওবামার লেখা এই বইটি আরও বেশি বিক্রি হবে বলে আশা করছে প্রকাশনী সংস্থা।

যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামা এর আগে তিনটি বই লেখেন। এগুলো হলো ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’, ‘দ্য অডাসিটি অব হোপ’ ও শিশুদের জন্য লেখা বই ‘অব দ্য আই সিং’। যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাও স্মৃতিকথা প্রকাশ করেন, যা পাঁচ মাসের মধ্যে ১ কোটির বেশি কপি বিক্রি হয়েছিল।

সদ্য প্রকাশিত বই প্রসঙ্গে ওবামা টুইট করেন, ‘একটি বই লিখে শেষ করার মতো অনুভূতির সঙ্গে আর কোনো কিছুর তুলনা হয় না। আমি এটি করতে পেরে গর্বিত।’

প্রকাশনী সংস্থা পেঙ্গুইন র‌্যানডম হাউস বলছে, ৭৬৮ পাতার ওই স্মৃতিকথা ২৫টি ভাষায় প্রকাশ করা হবে।

বইটিতে ওবামা বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট, স্বাস্থ্যসেবা সংস্কার আইন, ২০১১ সালে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের অভিযানে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের নিহত হওয়ার ঘটনা উল্লেখ করেছেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]