20447

সারাজীবন আমি আল্লাহ্-র রহমত পেয়েছি: আসিফ নজরুল

সারাজীবন আমি আল্লাহ্-র রহমত পেয়েছি: আসিফ নজরুল

2020-11-24 05:25:15

সম্প্রতি করোনা আক্রান্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন। এ বিষয়ে তিনি তার ভেরিফাইড ফেইসবুক পেইজে লিখেছেন,

সারাজীবন আমি আল্লাহ্-র রহমত পেয়েছি। বিপদ এসেছে, বিপদ কেটে গেছে। এবারও বিশ্বাস ছিল করোনা অল্পতে সেরে যাবে আমার। আপনাদের দোয়ায় তাই হচ্ছে।
চারদিন ধরে আমার জ্বর নাই, মাথাব্যাথা নাই। স্বাদ আর গন্ধ পুরোপুরি ফিরে এসেছে। আশা করি দু-তিনদিনের মধ্যে করোনা নেগেটিভ হয়ে যাবে। আপনাদের সবার প্রতি আমার অসীম কৃতজ্ঞতা। আল্লাহ্ আমাদের সবাইকে ভালো রাখুন। উনার রহমত পাওয়ার যোগ্যতা যেন আমরা সবাই অর্জন করতে পারি।

ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ধশতাধিক ব্যক্তি করোনা আক্রান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের পরিবারের দুই সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়াও উপাচার্যের অফিসের এক কর্মকর্তার পরিবার সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, দপ্তরের অন্তত ২০টি পরিবারের পঞ্চাশেরও অধিক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। গত এক সপ্তাহে হঠাৎ করোনার এমন প্রকোপ বৃদ্ধি পেয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাদের দেয়া তথ্যানুযায়ী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের এক কর্মকর্তা তার পরিবার সহ করোনায় আক্রান্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের পরিবারের দুই সদস্য করোনায় আক্রান্ত হলেও তিনি এখনো পর্যন্ত সুস্থ আছেন।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষক করোনায় আক্রান্ত হয়ে পুরো পরিবার সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি ছিলেন দীর্ঘদিন। তবে এখন কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। এর বাইরে যোগাযোগ বৈকল্য বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুজন শিক্ষক এ ব্যাধিতে আক্রান্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কর্মরত পরিবহন ম্যানেজার, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সহকারী রেজিস্ট্রার সহ প্রশাসনিক দায়িত্বে থাকা অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, গত এক সপ্তাহ হঠাৎ বিশ্ববিদ্যালয় এলাকার করোনা আক্রান্তের হার বেড়েছে। এর জন্য আমরা সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছি। এখন থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় মাস্ক ছাড়া প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ এবং প্রশাসন নো মাস্ক-নো সার্ভিস রুলস কঠোরভাবে ফলো করছে। এর বাইরে অপ্রয়োজনে বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থানকে নিরুৎসাহিত করছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]