20449

ম্যাজিস্ট্রেট স্বামীর নির্যাতনে অতিষ্ঠ বিশ্ববিদ্যালয় শিক্ষিকা

ম্যাজিস্ট্রেট স্বামীর নির্যাতনে অতিষ্ঠ বিশ্ববিদ্যালয় শিক্ষিকা

2020-11-24 16:41:56

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্বামীর নির্যাতনে অতিষ্ট যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা নাসরিন। নির্যাতন বন্ধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ফারজানা নাসরিন জানান, নীলফামারী জেলার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ রানার সাথে তার ২০১৯ খ্রিষ্টাব্দের ২১ জুন বিয়ে হয়। বিয়ের পর তার স্বামী ১০ লাখ টাকা যৌতুকের চেয়ে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায়। বিষয়টি পরিবারকে জানালে নির্যাতনের মাত্রা বেড়ে যায়। এক পর্যায়ে তার বাবার অবসরের টাকা থেকে ৫ লাখ টাকা স্বামীকে দেন। টাকা দেয়ার কিছুদিন পরেই বাকি ৫ লাখ টাকার দাবিতে তার উপর আবারও নির্যাতন শুরু হয়। শারীরিকভাবে তাকে মারপিট করে জখম করে। সে প্রেক্ষিতে তিনি গত ১৪ সেপ্টেম্বর যৌতুক আইনে ও ২২ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন আইনে তার স্বামীর বিরুদ্ধে মামলা করেন।

শিক্ষিকা আরও দাবি করেন, বিচার বিভাগীয় অনুসন্ধানে এ ঘটনার সত্যতাও মিলেছে। কিন্তু আসামিকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে না। তিনি সুবিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ইকবাল কবির জাহিদসহ বেশ কয়েকজন শিক্ষক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]