20452

'দেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে খুব ভালো গবেষণা করছে'

'দেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে খুব ভালো গবেষণা করছে'

2020-11-25 00:22:54

আমাদের গবেষণায় ভাষাগত দুর্বলতা ছাড়াও ‘কাট-পেস্ট’ বড় একটি সমস্যা বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ইন্টারনেট আসার পর গবেষণা ক্ষেত্রে আমাদের একটি বড় রোগ হয়েছে আর সেটি হলো ‘কাট-পেস্ট’। শুধু ‘কাট এন্ড পেস্ট’ করে।

আজ মঙ্গলআর (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-তে ‘COMPREHENSIVE LEARNING MANAGEMENT SYSTEM (CLMS), REMOTE PROCTORING WITH PLAGIARISM CHECKER’ সফটওয়্যারের এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘কাট-পেস্ট’ করতে গিয়ে অনেক সময় দেখা যায় একবারে প্যারাগ্রাফ ধরে তুলে নিয়ে পেস্ট করে দিল। তাতে দেখা গেল প্রতিষ্ঠানের নামও হয়তো অন্য প্রতিষ্ঠানের নামের মধ্যে চলে এসেছে এবং সেটি অনেক জায়গাতে হয়। তবে প্যারাগ্রাফ চেকারটি থাকলে সবার মাথার মধ্যে ‘কাট-পেস্ট’ বিষয়টি সব সময় থাকে। সাথে সাথে সৃজনশীলতা এবং নিজেরা মৌলিক কিছু করা সেটিতে আমাদের সকলকে উদ্বুদ্ধ করতে হবে।

তিনি বলেন, গবেষণা খুব বড় একটি জায়গা এবং সেই গবেষণার কাজটি আমাদের করতে হবে। দেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে খুব ভালো গবেষণা করছে। তবে গবেষণায় আমাদের একটা জায়গাতে একটু দুর্বলতা আছে, সেই দুর্বলতার কারণে হয়তো বা আমরা অনেক ভালো গবেষণাও অনেক জায়গায় পৌঁছাতে পারিনা। সেটা হচ্ছে আমাদের ভাষার ক্ষেত্রে দুর্বলতা। এটি শুধু ইংরেজি ভাষা নয়, আমাদের বাংলা ভাষার ক্ষেত্রেও অনেক দুর্বলতা রয়েছে। কারণ আমদের শেখানোর পদ্বতির মূলেই এ সমস্যা বিদ্যমান।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় শিখন পদ্ধতিতে আমাদের পরিবর্তন আনা খুুব প্রয়োজন, যেটি আমরা আনার চেষ্টা চালাচ্ছি। আমাদের আধুনিক যে শিক্ষার প্রয়োজন রয়েছে সেই শিক্ষা এবং কারিগরি শিক্ষা যেটি বঙ্গবন্ধু জোর দিয়েছিলেন আর বর্তমানে বঙ্গবন্ধু কন্যাও জোর দিচ্ছেন। সে বিষয়টি মাথায় রেখে কাজ করছি।

তিনি বলেন, শুধু ক্যারিকুলাম পরিবর্তন-পরিমার্জন নয়, অবকাঠোমো উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার— সবদিকে এবং সবকিছু নিয়ে আমরা একযোগে কাজ করছি। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো।

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বিইউপির ভিসি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান প্রমুখ বক্তব্যে রাখেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]