20547

কঠোর নজরদারিতে শাহ আমানত বিমানবন্দর, বেড়েছে স্বর্ণের বার বৈধকরণ

কঠোর নজরদারিতে শাহ আমানত বিমানবন্দর, বেড়েছে স্বর্ণের বার বৈধকরণ

2020-12-03 16:50:06

কঠোর নজরদারিতে আনা হয়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ফলে কমে গেছে স্বর্ণ পাচারকারীদের দৌরাত্ব। এজন্য এখন বৈধ পথে স্বর্ণ আনার হার বেড়ে গেছে।

সেখানে কর্তব্যরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দাসহ (এনএসআই) তিনটি সংস্থার কঠোর নজরদারি বাড়ানোর কারণে বৈধপথে স্বর্ণের বার বাবদ শুল্ক আরোপ বৃদ্ধি পেয়েছে। ফলে সরকারের রাজস্ব আয়ও বেড়েছে।

জানা যায়, শুধুমাত্র গত নভেম্বর মাসেই বৈধপথে স্বর্ণের বার আনা বাবদ ১৮ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকা রাজস্ব আয় হয়েছে। এ বিমানবন্দর দিয়ে যাত্রীরা গত নভেম্বর মাসে ৯৩৬৭ টি গোল্ড বার বৈধ পথে নিয়ে এসেছেন। এর আগে কখনোই একমাসে এতো স্বর্ণের বার বৈধ করার নজির নেই শাহ আমানত বিমান বন্দরে।

এনএসআই, বিমানবন্দর টিম, কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্সের তৎপরতায় স্বর্ণ চোরাচালানের বেশ কয়েকটি স্বর্ণের চালান আটক করলে অবৈধ পথে স্বর্ণ আনার প্রবনতা কমে যায়।

সূত্রমতে, মূলত দুবাই থেকে আসা ফ্লাইটের যাত্রীদের উপর নজরদারি বাড়াতেই স্বর্ণ বৈধ করার হার বাড়ছে। বেশ কয়েকটি চালান জব্দ হওয়া বিশেষ করে গত ১৫ অক্টোবর ১৬০ পিস অবৈধ বার জব্দ হওয়ার পর থেকে যাত্রীরা বৈধ পথে স্বর্ণের বার ট্যাক্স দিয়ে নিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, যে কোনো যাত্রী ২০ হাজার ২শ টাকা শুল্ক পরিশোধের মাধ্যমে একটি স্বর্ণের বার বৈধ করতে পারেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]