20734

শাবিতে ১৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু

শাবিতে ১৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু

2020-12-18 19:50:32

করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে আটকে থাকা অনার্স ও মাস্টার্সের চূড়ান্ত পর্বের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) প্রশাসন। আগামী ১৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু করতে সব বিভাগীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু করে তা ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে। প্রথম ধাপে মাস্টার্স শেষ পর্বের ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা নেয়া হবে। পরবর্তীতে ক্রমান্বয়ে অন্যান্য বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেয়া হবে।

এছাড়া তিন ঘণ্টার পরীক্ষা দুই ঘণ্টা ও দুই ঘণ্টার পরীক্ষা এক ঘণ্টার মধ্যে নেয়ার জন্য বলা হয়েছে।

অন্যদিকে পরীক্ষা চলাকালীন সময়ে আবাসিক সকল হল বন্ধ থাকবে। এক্ষেত্রে কারো সমস্যা হলে সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সিদ্ধান্তের আলোকে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামী ১৭ জানুয়ারি থেকে পরীক্ষা নেয়ার ব্যাপারে সবাই একমত হয়েছে।

ইতোমধ্যে প্রত্যেক শিক্ষাবর্ষের দুই সেমিস্টারের অনলাইন শিক্ষা কার্যক্রম শেষ হয়েছে। এছাড়া টার্ম টেস্ট, অ্যাসাইনমেন্ট ও কুইজের মাধ্যমে ক্লাস পরীক্ষাগুলো মূল্যায়ন করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীরা যেন চাপমুক্ত হয়ে পরীক্ষা দিতে পারে সেটি আমরা খেয়াল রাখবো। তাদের যেন কোন অসুবিধা না হয় সে দিকটিও আমরা বিবেচনা করবো।

শিক্ষার্থীদের আবাসনের বিষয়ে তিনি বলেন, কারো সমস্যা হলে তারা যেন সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করে। বিভাগ থেকে তাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। যেহেতু হল খোলার সুযোগ নেই সেহেতু আমরা এ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবো।

টিআই/আরআই

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]