21017

ধর্মীয় বক্তাদের যেসব বিষয়ে সতর্ক থাকা উচিত

ধর্মীয় বক্তাদের যেসব বিষয়ে সতর্ক থাকা উচিত

2021-01-08 04:58:28

বর্তমান সময়ে অনলাইনসহ বাস্তবে ওয়াজের ব্যাপক জনপ্রিয়তা বেড়েছে। তবে এসব ওয়াজে বক্তারা বিভিন্ন ধরনের উদ্ভট কথাবার্তা বলে সমালোচিত হচ্ছেন। এসব সমালোচনা থেকে বাঁচতে হলে বক্তাদের যেসব বিষয়ে সচেতন থাকা জরুরি

১। সঠিক রেফারেন্স দেয়া । নতুন ব্যাখ্যা তৈরি না করে বিভিন্ন তাফসীরগ্রন্থ যেসব ব্যাখ্যা দেয়া হয়েছে সেসব বিষয় উল্লেখ করা

২। উদ্ভট কিচ্ছা বলা উচিত নয়

৩। আধুনিক ভাষা ও শব্দ চয়ন করা

৪। অন্য আলেমদের কটূক্তি না করে তাদের ভুল হলে সতর্ক করা

৫। অনলাইনে কোনটা ভালো ভিউ হবে সে বিষয়ে নজর না দিয়ে ইসলাহী বয়ান করা

৬। আমজনতার বয়ানে ধর্মীয় আলোচনা সাপেক্ষ ইস্যুতে বয়ান না করা

৭। হালাল ও হারামের মূলভিত্তি জেনে বয়ান করা

৮। আধুনিক বিষয়ে ভাসা ভাসা জ্ঞান নিয়ে বয়ান না করা

৯যে কোন বিষয়ে কথা বলার আগে সে বিষয়ে স্টাডি করে আসা

১০। অল্প বয়সে ব্যাপকহারে বয়ান না করা

১১। পোশাকে আধুনিকতা রাখা

১২। হাসানোর জন্য ফাহেশা কথা না বলা

১৩। রাজনৈতিক কথা রাজনৈতিক মঞ্চে বলা

১৪। গভীর রাত পর্যন্ত ওয়াজ না করা

১৫। প্রতিদিন একটির বেশি ওয়াজে দাওয়াত না রাখা

১৬। সুযোগ থাকলে ভাষা শিক্ষা ও পাবলিক লেকচরের ওপর প্রশিক্ষণ নেওয়া

১৭। কোন বিষয়ে ফেইসবুকে জানার পরে তা পত্রিকায় আসছে কিনা চেক করে নিয়ে সে বিষয়ে মন্তব্য দেয়া

১৮। হিন্দি ও বাংলা গান কপি না করে ইসলামী গজল গাওয়া

১৯। উদ্ভট অঙ্গভঙ্গি না করা

২০। বৈজ্ঞানিক ইস্যুতে ওয়াজ করতে হলে অন্তত তা নিয়ে এক সপ্তাহ বিস্তারিত পড়াশোনা করা

এসব বিষয়ে সতর্ক থাকতে পারলে একজন বক্তা সমালোচনা মুক্ত ও জনপ্রিয় হয়ে উঠতে পারবেন বলে বিশ্বাস।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]