2293

স্কলারশিপ নিয়ে তুরস্কে গেলেন ঢাবি ইসলামিক স্টাডিজের শিক্ষার্থী নিজাম

স্কলারশিপ নিয়ে তুরস্কে গেলেন ঢাবি ইসলামিক স্টাডিজের শিক্ষার্থী নিজাম

2017-09-22 23:20:14

তুরস্ক সরকারের ফুল স্কলারশিপ নিয়ে দেশটিতে মাস্টার্স করতে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের মেধাবী শিক্ষার্থী নিজাম উদ্দিন। তিনি তুরস্কের অন্যতম বিখ্যাত বিদ্যায়তন উলুদাহ বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব বিভাগে মাস্টার্সে ভর্তি হবেন। 

নিজাম উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের বিভাগের ষষ্ঠ ব্যাচে মাস্টার্সে  ৩.৯৭ পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। অনার্সে ৩.৯১ পেয়ে চতুর্থ স্থান লাভ করেন। এসএম হলের এই আবাসিক শিক্ষার্থী বিভাগের বিভিন্ন প্রতিযোগিতায় পুরষ্কার অর্জন করেন। 

মুহাম্মদ নিজাম উদ্দিনের পিতা আব্দুল লতীফ লক্ষ্মীপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক, তিনিও ঢাবির ইসলামিক স্টাডিজ থেকে অনার্স মাস্টার্স করেছেন। পাঁচ ভাইয়ের মধ্যে মেজো ছেলে। 

নিজাম বলেন, আমি ইসলাম নিয়ে উচ্চতর গবেষণা করে দেশ জাতি ও ধর্মীয় উন্নয়নে ভূমিকা রাখার নিরন্তর চেষ্টা করে যাব। নিজ দেশ ও সংস্কৃতিকে সমুন্নত রাখার আপ্রাণ চেষ্টাই আমার লক্ষ।

ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান, অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা মেধাবী এই শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছে। 

এমএসএল  

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]