3174

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসছে বড় পরিবর্তন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসছে বড় পরিবর্তন

2017-11-01 19:04:15

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এমসিকিউ প্রশ্নপত্র পদ্ধতি বাতিলসহ উচ্চশিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বড় ধরনের পরিবর্তন আনার সুপারিশ করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ডিসেম্বরের মধ্যে সুপারিশমালা চূড়ান্ত করে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে হস্তান্তর করা হবে।

উচ্চশিক্ষার মানোন্নয়নে নিবিড় পর্যবেক্ষণ থেকে ইউজিসি প্রতিবছর বার্ষিক প্রতিবেদনের মাধ্যমে রাষ্ট্রপতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ পেশ করে। রাষ্ট্রপতি সুপারিশগুলো বিবেচনা করে তা বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় ২০১৬ শিক্ষাবর্ষের বার্ষিক প্রতিবেদনে এসব সুপারিশ করতে যাচ্ছে ইউজিসি।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একের পর এক প্রশ্নপত্র ফাঁসের ঘটনা পুরো শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। এতে উচ্চশিক্ষার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করে ইউজিসি।

এ কারণেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বর্তমান এমসিকিউ পদ্ধতি বাতিল করে লিখিত পরীক্ষা নেওয়ার সুপারিশ করতে যাচ্ছে ইউজিসি। এছাড়া, মেডিক্যাল কলেজের আদলে গুচ্ছ বা সমন্বিত পদ্ধতিতে সব সাধারণ ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনের সুপারিশও করা হবে। ইতোমধ্যে সুপারিশমালার খসড়া তৈরি করা হয়েছে। ডিসেম্বরের মধ্যে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির হাতে তা তুলে দেওয়া হবে।

অন্যান্য সুপারিশের মধ্যে থাকছে,সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসন, দেশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি, সিনিয়র শিক্ষকদের ছুটিকালীন অবকাশে সংকটপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোতে অন্য বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক দিয়ে পাঠদানের ব্যবস্থা, শিক্ষাবিদদের নিজ বিশ্ববিদ্যালয়ের লেকচার মাল্টিসিস্টেমে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রচারের ব্যবস্থা, ইউডিএলের (ইউনিভার্সিটি ডিজিটাল লাইব্রেরি) মাধ্যমে দেশের সব বিশ্ববিদ্যালয়ের সংযোগ স্থাপন,ই-জার্নাল ও ই-বুক প্রযুক্তি সহজকরণের সুপারিশ করা হচ্ছে।

ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, ভর্তি পরীক্ষায় নানা অনিয়ম ও জালিয়াতি বন্ধে এর পরিবর্তন প্রয়োজন। এটি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। সকলে একমত না হওয়ায় চলতি বছর থেকে তা পরিবর্তন করা সম্ভব হয়নি। প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি বন্ধ করতে ভর্তি পরীক্ষা পদ্ধতি পরিবর্তনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা একমত হয়েছেন। এমসিকিউ পদ্ধতি পরিবর্তন করে গুচ্ছ পদ্ধতি বা মেডিকেলের আলোকে ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তাব করা হয়েছে।

টিআই/ ০১ নভেম্বর ২০১৭

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]