3492

সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় বৃত্তি পেলেন ঢাবির পাঁচ শিক্ষার্থী

সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় বৃত্তি পেলেন ঢাবির পাঁচ শিক্ষার্থী

2017-11-15 16:34:31

২০১৬ সালের অনার্স পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দু’জন মেধাবী শিক্ষার্থী ‘অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন ও রায়হানা হোসেন বৃত্তি’ পেয়েছেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) উপাচার্যের অফিস সংলগ্ন লাউঞ্জে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এছাড়া অনুষ্ঠানে লেখাপড়ায় সন্তোষজনক অগ্রগতির জন্য বিভিন্ন বিভাগের তিনজন মেধাবী শিক্ষার্থীকে ‘অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন ট্রাস্ট ফান্ড, গোপালগঞ্জ বৃত্তি’ দেওয়া হয়েছে। বৃত্তিপ্রাপ্তরা হলেন- মো. রেদোয়ানুল করিম, হোমায়রা বুশরা, মো. তাজমুল হাসান, সোনিয়া আক্তার ও উত্তম মণ্ডল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতাউর রহমান মিয়াজী, জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. জিয়া রহমান এবং সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এমএস/ ১৫ নভেম্বর ২০১৭

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]