
নিউ ইয়র্কে ইসরাইলি রাষ্ট্রদূত দানি দায়ান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে বক্তব্যে দেওয়ার সময় সভা বর্জন করেছে হার্ভার্ডের ল স্কুলের শিক্ষার্থীরা।
শুক্রবার বিশ্ববিদ্যালয়টিতে সভা বর্জনের এ ঘটনা ঘটে।
ইজরায়েলের রাষ্ট্রদূত 'দ্য লিগাল স্ট্রাটেজি অব ইসরাইলি সেটেলমেন্ট' বিষয়ে বক্তব্য দেয়ার সময় আইনের শিক্ষার্থীরা লিফলেট হাতে দাঁড়িয়ে যান এবং তারা লিফলেটে লিখেছিলেন "সেটেলমেন্ট একটি যুদ্ধাপরাধ"।
ইসরাইল ফিলিস্তিনে জমি দখল করে নিজস্ব বসতি স্থাপন করেছে। যা বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে।
"হার্ভাড কলেজ প্যালেস্টাইন সলিডারিটি কমিটি" তাদের টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে। তাতে দেখা যাচ্ছে ১০০+ শিক্ষার্থী লিফলেট হাতে নিয়ে সভা বর্জন করছেন।