
স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও অনেক শিক্ষার্থী নিজেদের ক্যারিয়ার নিয়ে হতাশ হয়ে পড়েন। যেতে পারেন না কাঙ্খিত লক্ষ্যে। জীবন চলে অগোছালো পথে। ধ্বংস হয় বিশ্ববিদ্যালয় পরবর্তী ক্যারিয়ার। ক্যারিয়ারে ধ্বংস নেমে আসার অন্যান্য উল্লেখযোগ্য কারণগুলো হলো:
1.অপরিকল্পিতভাবে ছাত্র রাজনীতির সাথে জড়িয় পড়া
2. নিয়মিত পড়াশোনা না করা
3.বন্ধু-বান্ধবদের সঙ্গে অযথা আড্ডাবাজি
4. প্রেম নিয়ে ব্যস্ত হয়ে পড়া
5. সিডিউল অনুযায়ী পড়াশোনা না করা
6. ক্লাসে অনুপস্থিত থাকা
7. মাদকের নেশায় জড়িয়ে পড়া
8. অর্থের লোভে যেখানে সেখানে ঘুরে বেড়ানো
9. অনৈতিক কাজে লিপ্ত হওয়া
10. সিনিয়রদের পেছনে ঘুরঘুর করা
11. সিনিয়রদের অন্ধভাবে বিশ্বাস করা
12. ক্যারিয়ারের গন্তব্য ঠিক না করে অপরিকল্পিতভাবে পড়াশোনা
13. নিয়মিত পড়াশোনার বাইরেও অন্যান্য স্কিল না বাড়ানো
14. অযথা ইন্টারনেটে ব্যস্ত থাকা
15. ব্যাসিক পড়াশোনা না করা