
২১আগস্ট হামলা মামলার গতকালের দেয়া রায়কে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আনন্দ মিছিল বের করে ছাত্রলীগের একাংশের কর্মীরা। পরে আনন্দ মিছিল শেষে সংঘর্ষে জড়িয়ে পড়ে মহিবুল হাসান চৌধুরীর অনুসারী বিজয় এবং সিএফসি নামে দুটি গ্রুপ।
এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় জুড়ে গতকাল থেকেই বিরাজ করছে থমথমে অবস্থা। রাতের ক্যাম্পাস ও ছিলো বিবর্ণ। হতাহতের মত ঘটনা না ঘটলেও হয়েছে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া।
পরিস্থিতি যেকোনো সময় সংঘর্ষে রুপ নিতে পারে এই আশংকায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চবির শাহ আমানত হল, সোহরাওয়ার্দী হল, এফ রহমান হল, আলাওল হল এবং শহিদ আব্দুর রব হলে আইন-শৃঙ্খলা বাহিনী কে সাথে নিয়ে তল্লাশি চালাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন পর্যন্ত দুটি হলের তল্লাশি শেষে বেশ কিছু দেশীয় অস্ত্র পাওয়া গেছে বলে জানিয়েছেন চবির সহকারী প্রক্টর হেলাল উদ্দিন।