
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিহিরাগতদের চলাচলে নিষেধাজ্ঞা আরোপের এক দিনের মাথায় ছাত্রলীগের এক নেতাকে বহিরাগত বলে ধমকালেন প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী।
ফেসবুকে এরকম অভিযোগ করেছেন ঢাবির জিয়া হল ছাত্রলীগের সভাপতি ইউসুফ উদ্দীন খান।
তিনি তার ফেসবুক আইডিতে লিখেছেন,''বিশ্ববিদ্যালয়ে তুমি বহিরাগত! বয়ানে,সম্মানিত প্রক্টর,ঢাকা বিশ্ববিদ্যালয়।স্যার এর প্রতি বিনীত অনুরোধ!স্যার আমাকে বের করে দেন আপনার বিশ্ববিদ্যালয় থেকে। আমি আর থাকতে চাই না।''
ঢাবির সাধারণ শিক্ষার্থীরা বলেন, যারা কোন সময় ঢাবির ছাত্র ছিলেন তারা যেকোন সময়েই ঢাবিতে আসতে পারবেন। এটাই নিয়ম। পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো তাই মানে। তবে সাবেক শিক্ষার্থীদের হলে থাকা কিংবা আবাসিক কোন সুবিধা পাওয়ার অধিকার নাই বলেই আমরা জানি।
শিক্ষার্থীরা আরো জানান, ঢাবির সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক তার সময়কালে সকল বিদায় অনুষ্ঠানে বলতেন, এ বিশ্ববিদ্যালয় তোমাদের। ঢাবি ছাত্ররা কখনো প্রাক্তন হয়না। কিন্তু ঢাবির বর্তমান প্রশাসন কোন কিছুই স্পষ্ট না করে একটা নোটিশ জারি করেছে। এতে ভুলবুঝাবুঝির সৃষ্টি হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাবি ছাত্রলীগের এক নেতা বলেন, এ প্রক্টর যেকোন সময়ের চেয়ে অযোগ্য ও অদক্ষ প্রক্টর। ক্যাম্পাসের কোন আইন শৃঙ্খলায়ই তিনি ফিরিয়ে আনতে পারেন নি। এমনকি স্বাভাবিক পরিস্থিতি ঠিক রাখতেও পারেন নি তিনি।
এদিকে আরেক নেতা বলেন, এটা নতুন নয়। তারা বিপদে পড়লেই ছাত্রনেতাদের ডাকেন। আবার বিপদ থেকে উদ্ধার হওয়ামাত্রই ছাত্রনেতাদের ভুলে যান।
এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনকে জঙ্গীদের সাথে তুলনা করেননি দাবি করে দুঃখ প্রকাশ করেছেন ঢাবি ভিসি অধ্যাপক আখতারুজামান খান।
বিদিবিএস