10211

শিক্ষার্থী আন্দোলন: ২৮ আইডি-পেজ’র বিরুদ্ধে মামলা

শিক্ষার্থী আন্দোলন: ২৮ আইডি-পেজ’র বিরুদ্ধে মামলা

2018-08-05 03:50:00

নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে ধ্বংসাত্মক কার্যক্রমের উস্কানিদাতা হিসেবে ২৮টি ফেসবুক ও টুইটার আইডি-পেজ শনাক্ত করে সেগুলোর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (০২ আগস্ট) রাজধানীর রমনা থানায় পুলিশের সাইবার ক্রাইম বিভাগ ওই মামলা দায়ের করে বলে জানিয়েছে রমনা থানা পুলিশ। মামলা নম্বর-১।

মামলার এজাহারে যেসব ফেসবুক আইডি ও পেজের কথা উল্লেখ করা হয়েছে সেগুলো হচ্ছে, জুম বাংলা নিউজ পোর্টাল, বিএনপি সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় সংসদ, অ্যাক্সিডেন্ট নিউজ, বাংলামেইল ৭১, বাঁশেরকেল্লা, ফাইট ফর সারভাইভার্স রাইট, ফাঁকিবাজ লিংক, আন্দোলন নিউজ।

এছাড়াও রানা মাসুম-১ , নওরিন-০৭, দিপু খান বিএনপি, ইদ্রিস হোসেইন, এম আল আমিন-৯৯, বিপ্লবী কাজী, নাসিফ ওয়াহিদ ফায়জাল।


টিআই/ ০৪ আগস্ট ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]